Hero: 80 কিমি মাইলেজে বাজিমাত, ফিচার্স দুর্দান্ত, সবার কাছে প্রিয় হয়ে উঠছে এই বাইক
হিরো মোটোকর্পের (Hero MotoCorp) মোটরসাইকেল মানেই সাশ্রয়ী। যে কারণে ভারতের বাজারে তাদের অভাবনীয় জনপ্রিয়তা। আবার সস্তা...হিরো মোটোকর্পের (Hero MotoCorp) মোটরসাইকেল মানেই সাশ্রয়ী। যে কারণে ভারতের বাজারে তাদের অভাবনীয় জনপ্রিয়তা। আবার সস্তা বলে যে ফিচার্সের দিক থেকে অপ্রতুল, তেমনও নয়। হিরোর বাজার কাঁপানো মডেলগুলির মধ্যে অন্যতম হচ্ছে Hero Splendor Plus। এই রেঞ্জের লেটেস্ট মডেল Hero Splendor Plus Xtec সবথেকে আধুনিক। আবার একাধারে বাজেট ফ্রেন্ডলি।
Hero Splendor Plus Xtec যারা ফাইন্যান্সে কিনবেন বলে ভাবছেন তাদের কাছে এটি জিরো ডাউনপেমেন্ট অপশনে অফার করছে বলে জানা গিয়েছে। এছাড়াও রয়েছে অন্যান্য আকর্ষণীয় অফার। তাই যারা নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি আদর্শ অপশন হতে পারে।
Hero Splendor Plus Xtec-এ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসাবে উপস্থিত এলসিডি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, ফুয়েল অ্যালার্ট, ইউএসবি চার্জিং এবং অটোমেটিক ইঞ্জিন কাট অফ। পারফরম্যান্সের জন্য ১০০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ইঞ্জিন বর্তমান। এটি থেকে ৬,০০০ আরপিএম গতিতে ৮ এনএম টর্ক উৎপন্ন হয়। আর পিক পাওয়ার ৭.৯ এইচপি।
Splendor Plus Xtec নিঃসন্দেহে তার বেশি মাইলেজ প্রদানের জন্য বিখ্যাত। কিছু কিছু ব্যবহারকারী এক লিটার পেট্রোলে প্রায় ৮০ কিলোমিটার পথ চালাতে পেরেছেন বলে জানা গিয়েছে। তাই যারা কম তেল খাওয়া বাইক পছন্দ করেন, এটি তাদের জন্য আদর্শ। বাইকটির ওজন মাত্র ১১২ কেজি, তাই চালাতেও সহজ। দাম ৭৯,৯১১ টাকা (এক্স-শোরুম)।