Hero Splendor Plus: পুজোর আগে চমক, ডিস্ক ব্রেক সহ লঞ্চ হল নতুন হিরো স্প্লেন্ডার প্লাস
Hero MotoCorp এই প্রথম ডিস্ক ব্রেক সহ Splendor লঞ্চ করল। আজ ভারতের বৃহত্তম টু-হুইলার সংস্থাটির তরফে নতুন Splendor Plus...Hero MotoCorp এই প্রথম ডিস্ক ব্রেক সহ Splendor লঞ্চ করল। আজ ভারতের বৃহত্তম টু-হুইলার সংস্থাটির তরফে নতুন Splendor Plus Xtec লঞ্চের ঘোষণা করা হয়েছে। এতে হার্ডওয়্যার আপডেট হিসাবে ডিস্ক ব্রেক যুক্ত করা হয়েছে। দাম 83,461 টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। অন্যদিকে, ড্রাম ব্রেক কিনতে চাইলে খরচ হবে 79,911 টাকা। এটাও এক্স-শোরুম প্রাইস।
ডিস্ক ব্রেক ছাড়া Hero Splendor Plus Xtec আর কোনও আপগ্রেড পায়নি। ডিজাইন, ইঞ্জিন, ফিচার্স সমস্ত কিছু অপরিবর্তিত রয়েছে। হিরো স্প্লেন্ডার ক'দশক ধরে ভারতের রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। একে টেক্কা দেওয়ার মতো বুকের পাটা অন্য দু'চাকা গাড়ির নেই। তাই বছরের পর বছর ধরে এটি ভারতের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের তকমা ধরে রেখেছে।
আরও পড়ুন : OnePlus ও Samsung এর পর এবার Motorola ও Vivo ফোনেও গ্রিন লাইনের সমস্যা
জানিয়ে রাখি, হিরো স্প্লেন্ডার প্লাস-এর আধুনিক ভার্সন হল এক্সটেক। এটি প্রথম বাজারে এসেছিল গত বছরের মার্চে। আর নতুন 2.0 সংস্করণটি ভারতে লঞ্চ হয়েছে চলতি বছরের এপ্রিল মাসে। এতে এলইডি ডিআরএল, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো মর্ডান ফিচার্স বর্তমান।
আরও পড়ুন : রতন টাটার স্বপ্নপূরণ! সুরক্ষিত গাড়ি তৈরির জন্য সেরার শিরোপা জিতল Tata Motors
Hero Splendor Plus Xtec-এর হার্ডওয়্যার সেটআপ খুব বেসিক। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে টুইন শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে। ব্রেকিংয়ের জন্য আগে সামনে ড্রাম ব্রেক থাকলেও, নতুন মডেলে তার জায়গায় ডিস্ক ব্রেক থাকবে। পিছনে আগের মতোই ড্রাম ব্রেক মিলবে। অ্যালয় হুইলে ভর করে দৌড়বে এই মোটরসাইকেল।