Hero Splendor এর সাথে ব্যবধান কমাচ্ছে Honda Activa, বিক্রি বিপুল হারে বাড়ল Bajaj Pulsar এর
প্রকাশিত হল জুলাইয়ে ভারতে সর্বাধিক বিক্রিত বাইক ও স্কুটারের তালিকা। যেখানে আগের বছরের তুলনায় কয়েকটি মডেল ভালো ফলাফল...প্রকাশিত হল জুলাইয়ে ভারতে সর্বাধিক বিক্রিত বাইক ও স্কুটারের তালিকা। যেখানে আগের বছরের তুলনায় কয়েকটি মডেল ভালো ফলাফল করলেও, কিছু ক্ষেত্রে তা হতাশাজনক। পরিসংখ্যান বলছে বরাবরের মতো গত মাসেও দেশের সর্বাধিক বিক্রিত টু-হুইলারের তকমা ধরে রেখেছে Hero Splendor। জুলাইয়ে ২,৫০,৪০৯ নতুন ক্রেতার সন্ধান পেয়েছে বাইকটি। ২০২১-এর ওইসময়ে এর বেচাকেনা হয়েছিল ২,৫০,৭৯৪ ইউনিট।
বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত স্কুটি তথা জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা টু-হুইলার Honda Activa। এটি ক্রমশ Splendor এর থেকে ব্যবধান কমাচ্ছে। গত মাসে স্কুটারটির ২,১৩,৮০৭ ইউনিট বিক্রি হয়েছে। আগের বছর জুলাইয়ে ১,৬২,৯৫৬টি Activa বিক্রি হয়েছিল। ফলে বিক্রিবাটায় চোখধাঁধানো ৩১.২ শতাংশ উত্থান৷ তালিকার তৃতীয় স্থানে রয়েছে Honda CB Shine। গত মাসে বাইকটির ১,১৪,৬৬৩ ইউনিট বিক্রি হয়েছে। তুলনাস্বরূপ, আগের বছর ওইসময়ে ১,১৬,১২৮টি CB Shine বেচেছিল হোন্ডা।
চার নম্বরে জায়গা দখল করেছে দেশের অতি জনপ্রিয় Bajaj Pulsar সিরিজের বাইকগুলি। গত বছরের একই সময়ের তুলনায় বিপুল হারে বিক্রি বেড়েছে। আগের মাসে ১,০১,৯০৫টি পালসার নতুন গ্রাহকের গ্যারাজে ঠাঁই পেয়েছে। আবার ২০২১-এর জুলাইয়ে এর বেচাকেনা হয়েছিল ৬৫,০৯৪টি। পঞ্চম স্থানের দখলদার Hero HF Deluxe। জুলাই মাসে মোটরসাইকেলটির ৯৭,৪৫১টি মডেল বিক্রিবাটা হয়েছে। তুলনামূলক ভাবে আগের বছর ওই সময়ে বিক্রি হয়েছিল ১,০৬,৩০৪টি।
তালিকায় এরপর আছে বাজাজের অপর একটি বাইক Platina। এবছর জুলাইয়ে মোট ৪৮,৪৮৪ জন গ্রাহক বাড়ি নিয়ে এসেছেন এটি। আবার আগের বার ৫৪,৬০৬টি Platina বিক্রি করতে সমর্থ হয়েছিল Bajaj। গত মাসে ৪১,৪৪০টি বিক্রি হওয়ায় আট নম্বরে অংশীদার Suzuki Access। ২০২১-এর জুলাইয়ে এই স্কুটারের বেচাকেনা হয়েছিল ৪৬,৯৮৫। নবম ও দশম স্থানে জায়গা পেয়েছে যথাক্রমে Honda Dio ও TVS XL 100। জুলাই ২০২২-এ টু-হুইলার দুটির বিক্রি হয়েছে যথাক্রমে ৩৬,২২৯ ও ৩২,১১৭। আগের বছর ওই সময়ে যথাক্রমে ২০,৬০৪ ও ৪৯,২৭৯ জন ক্রেতা মডেল দুটির মালিকানা গ্রহণ করেছিলেন।