Vida V1 Plus: দুর্দান্ত ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Hero, বিশাল মাইলেজ, দাম 97,800 টাকা

প্রথাগত পেট্রোল চালিত টু-হুইলারের দুনিয়া কাঁপানোর পর ২০২২ সালে ইলেকট্রিক ভেহিকেলের দুনিয়ায় পা রেখেছিল হিরো মোটোকর্প...
SUMAN 29 Feb 2024 6:46 PM IST

প্রথাগত পেট্রোল চালিত টু-হুইলারের দুনিয়া কাঁপানোর পর ২০২২ সালে ইলেকট্রিক ভেহিকেলের দুনিয়ায় পা রেখেছিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। Vida নামে এক নতুন সাব-ব্র্যান্ডের অধীনে V1 ই-স্কুটার লঞ্চ করেছিল তারা। সেই সময় Plus ও Pro ভ্যারিয়েন্টে এসেছিল সেটি। কিন্তু সময়ের আবহে V1 Plus-এর বিক্রি বন্ধ হয়ে যায়। শুধু Vida V1 Pro মডেলটির বিক্রি জারি রেখেছিল সংস্থা। কিন্তু দু'চাকার বৈদ্যুতিক গাড়ির বিপুল চাহিদা দেখে আজ সস্তায় Vida V1 Plus ভ্যারিয়েন্ট রি-লঞ্চ করল হিরো।

Hero Vida V1 Plus ফিরে এল বাজারে

সংস্থার লাইনআপে Vida V1 Pro-এর নিচে থাকবে Vida V1 Plus মডেলটি। দাম ১.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। V1 Pro মডেলের থেকে ৩০,০০০ টাকা সস্তা এটি। ওই দামের মধ্যেই দেওয়া হবে একটি পোর্টেবল চার্জার। আবার মিলবে কেন্দ্রীয় সরকারের ফেম-২ প্রকল্পে ভর্তুকির সুবিধা। শুনলে অবাক হবেন, অতিরিক্ত সাবসিডি ধরে দিল্লিতে Vi Pro কিনতে খরচ পড়বে ৯৭,৮০০ টাকা (এক্স-শোরুম)।

Vida V1 Plus ও V1 Pro-তে একই ইলেকট্রিক মোটর দেওয়া হয়েছে। যার আউটপুট ৬ কিলোওয়াট। তবে ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে প্রো-এর তুলনায় প্লাস ভ্যারিয়েন্টে ০.২ সেকেন্ড সময় বেশি দেবে। V1 Plus-এ উপস্থিত একটি ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে এটি থেকে বাস্তবে ১০০ কিলোমিটার রেঞ্জ মিলবে বলে দাবি সংস্থার। টপ স্পিড ঘন্টা প্রতি ৬৫ কিলোমিটার।

অন্যদিকে, Vida V1 Pro-এর ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি সম্পূর্ণ চার্জে বাস্তবিক পরিস্থিতিতে ১১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে V1 Plus ও V1 Pro সমান বলা যায়। যেমন ডিজাইন, চ্যাসিস, হুইল, ব্রেক, কালার, টাচস্ক্রিন ডিসপ্লে দুটি মডেলেই সমান। Vida V1 Plus-এর প্রতিপক্ষ হিসেবে বাজারে রয়েছে – Ather 450 Plus ও Ola S1 Air।

Show Full Article
Next Story