ফুল চার্জে 110 কিমি রেঞ্জ, Hero কোম্পানির ইলেকট্রিক স্কুটারে মিলছে 27,000 টাকা ছাড়
হালফিলে বহু মানুষ কেনাকাটার জন্য ইন্টারনেটে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র থেকে আসবাব সামগ্রী,...হালফিলে বহু মানুষ কেনাকাটার জন্য ইন্টারনেটে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র থেকে আসবাব সামগ্রী, সবকিছুই আজকাল অনলাইনে উপলব্ধ। আবার অফার থাকলে ভালো ডিসকাউন্টও মেলে। আমজনতাকে অনলাইন-মুখী হয়ে উঠতে দেখে তাই টু-হুইলার কোম্পানিগুলি নিজেদের বিভিন্ন মডেল ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করছে। যার মধ্যে রয়েছে ভারতের বৃহত্তম দু'চাকা গাড়ি নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp)। তাদের একমাত্র ইলেকট্রিক স্কুটার Vida V1 Pro বর্তমানে Amazon ও Flipkart থেকে কেনা যায়। কার এন্ড বাইকের রিপোর্ট অনুযায়ী, অ্যামাজনে হিরোর এই মডেলটি ২৭,০০০ টাকা ডিসকাউন্টে কেনা যাচ্ছে।
Hero Vida V1 Pro-তে বিশাল ডিসকাউন্ট
এমনিতে Hero Vida V1 Pro-এর দাম ১.৪৬ লাখ টাকা। কিন্তু ডিসকাউন্ট ধরে মুল্য কমে হয়েছে ১.১৯ লাখ টাকা (এক্স-শোরুম)। কিছু ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনেই উক্ত সুবিধা মিলবে। এই দুর্মূল্যের বাজারে হিরোর ইলেকট্রিক স্কুটারে এত পরিমাণ ছাড় অসংখ্য ক্রেতাকে আকৃষ্ট করবে বলেই মনে করছে সংস্থা। অফারের বৈধতা সম্পর্কে কিছু বলা না হলেও অনুমান করা হচ্ছে, ফেব্রুয়ারি মাস জুড়েই ছাড়ের অফার চালু থাকবে।
স্পেসিফিকেশনের কথা বললে, Vida V1 Pro-তে রয়েছে ৩.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা ফুল চার্জে বাস্তবে ১১০ কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে সক্ষম। ৮০ কিলোমিটার টপ স্পিড যুক্ত মডেলটি ৩.২ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘন্টা গতি তুলতে সক্ষম। ইকো, রাইড ও স্পোর্টস রাইডিং মোড রয়েছে এই ই-স্কুটারে। দুটি রিমুভেবল ব্যাটারি পাবেন গ্রাহকরা।
উল্লেখযোগ্য ফিচার্সের নিরিখে, স্কুটারটিতে রয়েছে ৭-ইঞ্চি টাচস্ক্রিন, যা ফোর-জি এবং ওয়াই-ফাই কানেক্টিভিটি সমর্থন করে। এছাড়া রয়েছে S.O.S. অ্যালার্ট সিস্টেম, রিভার্সে যাওয়ার জন্য টু ওয়ে থ্রটেল এবং রি-জেনারেটিভ অ্যাসিস্ট্যান্স, টার্ন বাই টার্ন নাভিগেশন, অ্যান্টি থেফট অ্যালার্ম, ট্র্যাকিং মাই বাইক, কিলেস এন্ট্রি, ক্রুজ কন্ট্রোল ইত্যাদি।