TVS iQube নাকি সদ্য লঞ্চ হওয়া Hero MotoCorp এর Vida V1? কোন ই-স্কুটার নিলে লাভ বেশি

ভারতে সদ্য লঞ্চ হয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1। নজরকাড়া ডিজাইনের কারণে রাস্তা...
SUMAN 10 Oct 2022 2:31 PM IST

ভারতে সদ্য লঞ্চ হয়েছে হিরো মোটোকর্প (Hero MotoCorp)-এর প্রথম ইলেকট্রিক স্কুটার Vida V1। নজরকাড়া ডিজাইনের কারণে রাস্তা দিয়ে চলার সময় সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম এটি। দুটি ভ্যারিয়েন্টে হাজির হয়েছে স্কুটারটি – Vida V1 Plus ও Vida V1 Pro। এদেশে V1-এর মূল প্রতিপক্ষের মধ্যে অন্যতম TVS iQube। কিন্তু এদের মধ্যে কোন বৈদ্যুতিক স্কুটার প্রাইমারি স্পেসিফিকেশনে এগিয়ৈ? তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়ুন।

Vida V1 vs TVS iQube দাম

Vida V1-এর দুই ভ্যারিয়েন্ট Plus ও Pro-এর দাম যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে TVS iQube-এর ST (স্ট্যান্ডার্ড) ও S ট্রিমের মূল্য যথাক্রমে ৯৯,১৩০ টাকা ও ১,০৪,১২৩ টাকা (এক্স-শোরুম)।

Vida V1 vs TVS iQube স্পেসিফিকেশন

৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমেত Vida V1 Plus মডেলটি সিঙ্গেল চার্জে ১৪৩ কিমি রেঞ্জ অফার করে। এবং Vida V1 Pro-তে উপস্থিত ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ১৬৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেতে সহায়তা করে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিমি।

Vida V1-এর ০-৮০% পর্যন্ত প্রতি মিনিটে ব্যাটারি চার্জিং রেট ১.২ কিমি। এদিকে প্রো মডেলটি ০-৮০% চার্জ হতে প্রায় ৬ সময় নেয়। তবে প্লাস মডেলের ক্ষেত্রে ৫ ঘন্টা ১৫ মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে TVS iQube সম্পূর্ণ চার্জে ১৪৫ কিলোমিটার রেঞ্জ দেয়। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮২ কিমি। সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৪.৩০ ঘন্টা সময় লাগে।

Show Full Article
Next Story