Hero Vida V2

একবার চার্জ দিলে ছুটবে ১৬৫ কিমি! বাজার কাঁপাতে হাজির হিরোর দুর্দান্ত ইলেকট্রিক স্কুটি

হিরো মটোকর্প বাজারে আনল নতুন ইলেকট্রিক স্কুটার Vida V2। এই ইলেকট্রিক স্কুটারে ফুল চার্জে ১৬৫ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। ওলা, টিভিএস, বাজাজকে জোরদার লড়াই দিতে চলেছে এটি।

Suvrodeep Chakraborty 5 Dec 2024 2:33 PM IST

ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন চমক Hero Vida V2। দাম ১ লক্ষ টাকার কম। ফুল চার্জে পাওয়া যাবে ১৬৫ কিলোমিটার রেঞ্জ। পেট্রল চালিত স্কুটারগুলির মাইলেজের থেকে প্রায় তিনগুণ। অনবদ্য ফিচার্স এবং ডিজাইনে তৈরি এই ইলেকট্রিক স্কুটার। এটির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে সংস্থা - লাইট, প্রো এবং প্লাস। বেস মডেলের দাম শুরু ৯৫,০০০ টাকা থেকে।

Hero Vida V2 ইলেকট্রিক স্কুটারের ফিচার্স ও রেঞ্জ

Vida V2 Lite : এই মডেলে রয়েছে ২.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে রেঞ্জ ৯৪ কিলোমিটার। স্কুটারের সর্বোচ্চ গতি ৬৯ কিমি প্রতি ঘণ্টা। এতে ফিচার্স রয়েছে দুটি রাইডিং মোড - রাইড ও ইকো এবং ৭ ইঞ্চি TFT টাচস্ক্রিন ডিসপ্লে।

Vida V2 Plus : প্লাস মডেলে পাবেন তুলনামূলক বড়, ৩.৪৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। ফুল চার্জে রেঞ্জ ১৪৩ কিলোমিটার। স্কুটারের সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টা।

Vida V2 Pro : এটি টপ মডেল। এতে রয়েছে ৩.৯৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। স্কুটারের রেঞ্জ ফুল চার্জে ১৬৪ কিলোমিটার। সর্বোচ্চ গতি ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। Vida V2 প্লাস এবং প্রো দুই মডেলেই রয়েছে চারটি রাইডিং মোড - ইকো, রাইড, স্পোর্ট ও কাস্টম।

উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে মজুত কি-লেস এন্ট্রি, ক্রুজ কন্ট্রোল, রিজেনারেটিভ ব্রেকিং ইত্যাদি। সংস্থার দাবি, দেশজুড়ে ২৫০টি শহরে অবস্থিত ৩,১০০টি চার্জিং পয়েন্ট থেকে চার্জ করতে পারবেন V2 গ্রাহকরা।

Hero Vida V2 ইলেকট্রিক স্কুটারের দাম

বেস ভ্যারিয়েন্ট V2 Lite এর দাম ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)

মিড ভ্যারিয়েন্ট V2 Plus এর দাম ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)

টপ ভ্যারিয়েন্ট V2 Pro এর দাম ১.৩৫ লাখ টাকা (এক্স-শোরুম)

Show Full Article
Next Story