Hero Vida Z Electric Scooter

বাইক ভুলে যাবেন, অনবদ্য ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হিরো, রয়েছে টাচস্ক্রিন

Hero Vida Z Electric Scooter Launched - হিরো ভিডা জেড ইলেকট্রিক স্কুটির অন্যতম আকর্ষণ এটির টাচস্ক্রিন ডিসপ্লে সঙ্গে ওভার দ্য এয়ার আপডেট। পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, জিও ফেনসিং সহ একাধিক সুবিধা।

Suvrodeep Chakraborty 7 Nov 2024 2:21 PM IST

ভারতের পর ইউরোপ দাপাতে নতুন ইলেকট্রিক স্কুটার আনল হিরো মটোকর্প। বাইকের মতোই ইলেকট্রিক স্কুটার বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলতে ভিডা ব্র্যান্ড খুলেছে কোম্পানি। হিরো ভিডা নামে একটি ইলেকট্রিক স্কুটার ইতিমধ্যে লঞ্চ হয়েছে বাজারে। এবার এল হিরো ভিডা জেড। এদিন EICMA ২০২৪ মোটরসাইকেল শো-তে স্কুটারটি উন্মোচন করল কোম্পানি। প্রাথমিক লক্ষ্য হিসাবে ইউরোপেই স্কুটারটির আত্মপ্রকাশ করতে চায় হিরো মটোকর্প।

Hero Vida Z এর ডিজাইন

ভিডা ভি১ এর তুলনায় বেশ মসৃণ এবং মডার্ন ডিজাইন রয়েছে এতে। স্টাইল ও পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য বজায় রাখা চেষ্টা করা হয়েছে এই স্কুটারের মাধ্যমে। এতে রয়েছে প্রিমিয়াম ফ্লোরবোর্ড এবং আয়তক্ষেত্রাকার হেডল্যাম্প। পা রাখার জন্য যথেষ্ট লেগরুম রয়েছে স্কুটারে। পিলিওন রাইডারের সুবিধার্থে স্কুটির পিছনে ছোট একটি ব্যাকরেস্টও রয়েছে।

Hero Vida Z এর ফিচার

হিরো ভিডা জেড ইলেকট্রিক স্কুটির অন্যতম আকর্ষণ এটির টাচস্ক্রিন ডিসপ্লে সঙ্গে ওভার দ্য এয়ার আপডেট। পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, নেভিগেশন, জিও ফেনসিং সহ একাধিক সুবিধা। এই স্কুটারে রিমুভবেল ব্যাটারি টেক যোগ করেছে হিরো। এখনও বিস্তারিত তথ্য না জানা গেলেও রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারে ২.২ kwh থেকে ৪.৪ kwh ব্যাটারি ক্যাপাসিটি থাকবে।

স্কুটির রেঞ্জ এখনও প্রকাশ না হলেও, শীঘ্রই হিরো ভিডা জেড ইলেকট্রিক স্কুটারের বিস্তারিত স্পেসিফিকেশন সামনে আনতে পারে কোম্পানি। ভারতের বাজারে এটি লঞ্চ হলে, নিত্য যাত্রীদের কাছে আরও একটি বিকল্প তৈরি হবে। যারা পেট্রল চালিত বাইক-স্কুটার থেকে সরে তুলনামূলক কম দূষণ করে এমন ইলেকট্রিক স্কুটার নিতে চান। তবে হিরো’র এই স্কুটারকে জোরদার চ্যালেঞ্জ দিতে পারে ওলা, বাজাজ এবং টিভিএস।

বর্তমানে ইলেকট্রিক স্কুটার বিক্রির নিরিখে প্রথমে রয়েছে ওলা ইলেকট্রিক। এছাড়া টিভিএস এবং বাজাজও একের পর এক নতুন ই-স্কুটার আনছে বাজারে। বাইকের মতো ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই তিন সংস্থাকে কেমন টেক্কা দেয় হিরো মটোকর্প সেটাই এখন দেখার।

Show Full Article
Next Story