বাইকের থেকেও অত্যাধুনিক, Hero কোম্পানির নতুন স্কুটি দেখলে বিশ্বাস করতে পারবেন না!

নতুন বছরে বাইক ও স্কুটারের লাইনআপ ঢেলে সাজানোর পরিকল্পনা আগেই ছিল। সেই মতো রুপরেখা সাজিয়ে রেখেছিল হিরো মোটোকর্প (Hero...
SUMAN 2 Feb 2024 2:41 PM IST

নতুন বছরে বাইক ও স্কুটারের লাইনআপ ঢেলে সাজানোর পরিকল্পনা আগেই ছিল। সেই মতো রুপরেখা সাজিয়ে রেখেছিল হিরো মোটোকর্প (Hero MotoCorp)। এবার শুধু একের পর এক চমক হাজির করছে সংস্থা। গত বছর নভেম্বরে ইতালির মিলান মোটরসাইকেল শো বা EICMA 2023 প্রদর্শনীতে প্রথম আত্মপ্রকাশের পর সম্প্রতি হিরো ওয়ার্ল্ড ২০২৪-এর মঞ্চে উন্মোচিত হয়েছে হিরোর একজোড়া প্রিমিয়াম স্কুটি – Xoom 125RXoom 160। বেশ বোঝা যাচ্ছে, মোটরসাইকেলের পাশাপাশি এবারে প্রিমিয়াম স্কুটারের দুনিয়াতেও নিজেদের উপস্থিতি শক্তপোক্ত করতে চাইছে হিরো। তাই টেকনোলজির কাঁধে ভর করে আরও বেশি ফিচারে ভরপুর স্কুটি আনছে সংস্থা। চলুন স্কুটার দুটির সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Hero Xoom 160 : ডিজাইন

হিরোর ফ্ল্যাগশিপ স্কুটার Xoom 160-এ প্রথাগত ও ম্যাক্সি স্কুটার ডিজাইনের সহাবস্থান লক্ষ্য করা গেছে। যদিও আদতে এটি একটি অ্যাডভেঞ্চার স্কুটি। এতে উপস্থিত লম্বা ফ্রন্ট অ্যাপ্রন, টুইন এলইডি হেড ল্যাম্প, সেকেন্ডারি বিক এবং লম্বা ট্রান্সপারেন্ট ভাইজর। মডেলটির প্রস্থ বরাবর একটি স্পাইন বিস্তৃত। এছাড়া রয়েছে চওড়া ও আরামদায়ক সিঙ্গেল পিস সিট। ১৪ ইঞ্চি অ্যালয় হুইলে দেওয়া হয়েছে ব্লক প্যাটার্ন টায়ার।

Hero Xoom 160 : স্পেসিফিকেশন

এগিয়ে চলার শক্তি জোগাতে Hero Xoom 160-এ রয়েছে ১৫৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত ইঞ্জিন। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক অ্যাবজর্বারে ছুটবে এটি। ব্রেকিংয়ের দায়িত্ব পালন করতে এবিএস সমেত উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে Hero Xoom 160-এ রয়েছে অল এলইডি লাইটিং, স্মার্ট কি ও ইগনিশন ডায়েল, রিমোট কি ইগনিশন, ডিজিটাল কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এদেশের মডেলটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে Yamaha Aerox 155 ও Aprilia SXR 160। স্কুটারটির দাম ১.৩ থেকে ১.৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।

Hero Xoom 125R : ডিজাইন

এ বছরই ভারতের বাজারে Xoom 125R লঞ্চ করতে পারে হিরো। বর্তমানে বাজারে বিক্রিত ১৪ ইঞ্চি হুইল সমেত Xoom 110-এর তুলনায় অধিক স্পোর্টি দর্শন থাকছে এতে। সেগমেন্টের প্রথম বৈশিষ্ট্য হিসেবে মডেলটি সিকুয়েন্শিয়াল এলইডি টার্ন ইন্ডিকেটর এবং অল এলইডি লাইটিং সমেত আসছে। এছাড়া থাকছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং টার্ন বাই টার্ন নেভিগেশন।

Hero Xoom 125R : স্পেসিফিকেশন

শক্তির উৎস হিসাবে Hero Xoom 125R-এ উপস্থিত একটি ১২৪.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭,৫০০ আরপিএম গতিতে ৯.৪ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম গতিতে ১০.১৪ এনএম টর্ক উৎপন্ন হবে। সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে সিঙ্গেল সাইডেড শক।

ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক রয়েছে। দেওয়া হচ্ছে কম্বি ব্রেকিং সিস্টেম। এছাড়া বৈশিষ্ট্যের মধ্যে থাকছে i3S স্টার্ট স্টপ টেকনোলজি। ১২৫ সিসি সেগমেন্টে আসতে চলা Hero Xoom 125R-এর প্রতিদ্বন্দ্বী মডেল হিসেবে রয়েছে TVS Ntorq 125, Aprilia SR 125 ও Suzuki Avenis 125।

Show Full Article
Next Story