Hero MotoCorp: এই পুজোয় নতুন স্কুটার আনছে হিরো, স্পেশাল কী থাকবে জেনে যান
ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে Hero Mavrick 440। হিরো মোটোকর্পের (Hero MotoCorp) সবচেয়ে...ভারতের প্রিমিয়াম মোটরসাইকেলের বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে Hero Mavrick 440। হিরো মোটোকর্পের (Hero MotoCorp) সবচেয়ে দামি এই বাইক বহু ক্রেতার মনে উন্মাদনা জাগিয়েছে। কিন্তু এতেই থেমে থাকতে নারাজ তারা। এবার সংস্থাটি তাদের সবথেকে স্টাইলিশ স্কুটার Hero Xoom এর আপডেট ভার্সন লঞ্চের পরিকল্পনা করছে। জানিয়ে রাখি, এটি গত বছর জানুয়ারিতে প্রথম লঞ্চ হয়েছিল। চলুন দেখে নিই, স্কুটারটিতে কী কী পরিবর্তন থাকতে চলেছে।
Hero Xoom স্কুটারের আপডেট ভার্সন আসছে
Hero Xoom-এর নতুন মডেলটি একগুচ্ছ নয়া কালার অপশন পেতে চলেছে। একটি প্রতিবেদনের দাবি, সেটি এ বছর পুজোতে বাজারে হাজির হতে পারে। বর্তমানে Xoom পাঁচটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায়। এগুলি হল – ম্যাট অ্যাব্রাক্স অরেঞ্জ, পোলেস্টার ব্লু, স্পোর্ট রেড, পার্ল সিলভার হোয়াইট এবং ব্ল্যাক। অনুমান করা হচ্ছে, কমপক্ষে একজোড়া নতুন কালার লিস্টে যোগ করবে হিরো।
এখানেই শেষ নয়। নতুন কালার অপশন ছাড়াও বেশ কিছু ফিচার্স পেতে পারে Hero Xoom। বর্তমানে এই মডেলটি তিনটি ভ্যারিয়েন্টে অফার করে কোম্পানি – LX, VX ও ZX। এরমধ্যে সর্বশেষ ট্রিম হচ্ছে সর্বাধিক ফিচার সমৃদ্ধ। রয়েছে ডায়মন্ড কাট অ্যালয় হুইল, কর্নারিং লাইট এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল ডিসপ্লে।
হিরো জুম স্কুটারের ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৭২৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮.০৫ বিএইচপি শক্তি এবং ৫,৭৫০ আরপিএম গতিতে ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি কিনতে খরচ পড়ে ৭১,৪৮৪ টাকা থেকে শুরু করে ৭৮,৯৬৭ টাকা (এক্স-শোরুম)। বাজারে প্রতিপক্ষ হিসেবে রয়েছে Honda Dio।