পঁচিশের আগে হিরোর বড় চমক, অফ-রোডে চালানোর জন্য সেরা বাইক আনল কোম্পানি
নতুন Hero Xpulse 200 4V Pro ডাকার এডিশন লঞ্চ করল কোম্পানি। অ্যাডভেঞ্চার বাইকের বাজারে নতুন বিকল্প। দাম রয়্যাল এনফিল্ড হিমালয়নের থেকে অনেক কম।
নতুন বাইক লঞ্চ করল Hero MotoCorp। বাজারে এল Hero Xpulse 200 4V Pro Dakar Edition। এই মোটরসাইকেল লঞ্চ করা হয়েছে ১.৬৭ লক্ষ (এক্স-শোরুম) টাকায়। বাইকের বুকিং চালু হবে ১৮ ডিসেম্বর থেকে। অ্যাডভেঞ্চার বাইকের বাজারে এটি নতুন বিকল্প। এই স্পেশাল প্রো এডিশনের দাম আগের মডেলের থেকে ৩,০০০ টাকা বেশি। নয়া ডাকার থিম ও একাধিক আপগ্রেড নিয়ে হাজির হয়েছে বাইকটি।
Hero Xpulse 200 4V Pro Dakar Edition: নতুন কী?
হিরো এক্সপাল্স ডাকার এডিশন বাইকের ফুয়েল ট্যাংকে রয়েছে নতুন ডাকার লোগো। এছাড়া বাইকের সাইড প্যানেলে নতুন গ্রাফিক্স যোগ করা হয়েছে। পারফরম্যান্সের পাশাপাশি এটির ডিজাইনের মনোনিবেশ করেছে হিরো মটোকর্প। প্রো মডেলের উপর ভিত্তি করে তৈরি এই স্পেশাল এডিশনে পাবেন, ২৫০ মিলিমিটার অ্যাডজাস্টেবেল ফ্রন্ট সাসপেনশন।
এই মোটরসাইকেলে তিনটি ABS রাইডিং মোড পাওয়া যাবে - রোড, অফ-রোড এবং র্যালি। অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে র্যালি স্টাইল উইন্ডশিল্ড, নতুন নাকেল গার্ড এবং USB চার্জার। বাইকের চেহারাতেও বদল করেছে কোম্পানি। হ্যান্ডেলবারের আয়তনে পরিবর্তন করা হয়েছে। এতে পাওয়া যাবে ২১ ইঞ্চি ফ্রন্ট এবং ১৮ ইঞ্চি ওয়্যার স্পোক হুইল। সঙ্গে রয়েছে ডিস্ক ব্রেক।
মোটরসাইকেলে ইঞ্জিন ক্যাপাসিটি রয়েছে ১৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, যা ১৮.৯ হর্সপাওয়ার এবং ১৭.৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের ডেলিভারি শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে কোম্পানি।
প্রসঙ্গত, ৩ জানুয়ারি থেকে সৌদি আরবে কোম্পানির Hero Motosports টিম র্যালি শুরু হবে। তার ঠিক আগেই এক্সপাল্স বাইকের ডাকার এডিশন হাজির করল কোম্পানি। এই বাইকটি ছাড়াও আগামী বছর নতুন প্রজন্মের Xpulse 210 লঞ্চ করবে হিরো মটোকর্প। বাইকে থাকবে Karizma XMR এর অনুরূপ ইঞ্জিন ক্যাপাসিটি।
নতুন Hero Xpulse 200 4V Pro ডাকার এডিশন লঞ্চ করল কোম্পানি। অ্যাডভেঞ্চার বাইকের বাজারে নতুন বিকল্প। দাম রয়্যাল এনফিল্ড হিমালয়নের থেকে অনেক কম।