Hunk 160R 4V সহ নতুন বাইক ও স্কুটার লঞ্চ করল Hero MotoCorp
ভারতে মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে এক নম্বর টু-হুইলার ব্র্যান্ড হল হিরো মটোকর্প (Hero MotoCorp)। দেশের পাশাপাশি...ভারতে মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে এক নম্বর টু-হুইলার ব্র্যান্ড হল হিরো মটোকর্প (Hero MotoCorp)। দেশের পাশাপাশি বিশ্বের একাধিক প্রান্তে দু'চাকা গাড়ি বিক্রি করে তারা। সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজার ধরতে ফিলিপিন্সে প্রবেশ করেছে ভারতীয় সংস্থাটি। সে দেশে টেরাফার্মা মোটরের সঙ্গে ছোট বেঁধেছে হিরো। যারা ফিলিপিন্সে হিরো মটোকর্পের প্রোডাক্ট ও সার্ভিসের অ্যাসেম্বলার ও ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করবে।
ফিলিপিন্সে Hero বেশ কিছু বাইক ও স্কুটার লঞ্চ করেছে। যেগুলি হল Xpulse 200 4V, Hunk 160R, এবং Xoom 110। জানিয়ে রাখি, ভারতে বিক্রিত Xtreme 160R মোটরসাইকেলটির রিব্যাজ ভার্সন হল Hunk 160R। ফিলিপিন্সের লাগুনাতে টেরাফার্মা মোটরস কর্পোরেশনের ফেসিলিটিতে হিরোর একটি ম্যানুফ্যাকচালিং ইউনিট সেটআপ করা হয়েছে। এটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ১,৫০,০০০ ইউনিট।
ফিলিপিন্সে Hero Xpulse 200 4V-এর দাম রাখা হয়েছে ১,৪০,০০০ পিএইচপি, ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ লক্ষ টাকার সমান। যেখানে Hunk 160R 4V কিনতে খরচ হবে ৯৯,৯০০ পিএইচপি (প্রায় ১.৪৩ লক্ষ টাকা)। অন্যদিকে, Xoom 110 কিনতে সেখানে খরচ হবে ৬৯,৯০০ পিইএচপি (প্রায় ১ লক্ষ টাকা)। হিরো ফিলিপিন্সে ৩৫০টি কাস্টমার টাচপয়েন্ট তৈরি করেছে এবং আগামীতে তা আরও বাড়াবে।
জানিয়ে রাখি, সেপ্টেম্বরে নতুন Destini 125 লঞ্চের কথা ঘোষণা করেছে হিরো মটোকর্প। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, স্কুটারটি বড় মেকওভার পেতে চলেছে। এতে সম্পূর্ণ নতুন ডিজাইন থাকবে। ডুয়াল টোন পেইন্ট স্কিম সহ এলইডি হেডলাইট দেখা যাবে। সিটের স্টাইলেও বদল আনা হচ্ছে। রিয়ার এলইডি ল্যাম্পটিও নতুন।