দুর্দান্ত অফ-রোড বাইক Hero Xpulse 200 সম্পর্কে জরুরি ঘোষণা, কী বলল হিরো?

সম্প্রতি বিভিন্ন মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানোর খবর শুনিয়েছে দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী হিরো মটোকর্প...
SUMAN 13 April 2022 9:56 PM IST

সম্প্রতি বিভিন্ন মোটরসাইকেল এবং স্কুটারের দাম বাড়ানোর খবর শুনিয়েছে দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী হিরো মটোকর্প (Hero MotoCorp)। ফলেএকে একে সামনে আসছে সংস্থার দু'চাকা গাড়ির নতুন বর্ধিত মূল্যের তালিকা। এবার সংস্থার অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক হিরো এক্সপালস ২০০ ৪ভি (Hero Xpulse 200 4V)-র নয়া দাম প্রকাশ পেল। ২,২০০ টাকা দাম বাড়ানো হয়েছে মোটরসাইকেলটির।

হিরো এক্সপালস ২০০ ৪ভি-র বর্তমান এক্স-শোরুম মূল্য ১,৩২,৩৫০ টাকা। তবে বাইকটির পুরনো ভার্সন এক্সপালস ২০০ ২ভি-র দাম একই রয়েছে, আগের মতোই এটি ১,২৩,১৫০ টাকায় (এক্স-শোরুম) কেনা যাবে। খানাখন্দ, মেঠো পথ অনায়াসে পাড়ি দেওয়ার জন্য হিরো এক্সপালসের জুড়ি মেলা ভার। বাইকটির ওজন (কার্ব) মাত্র ১৫৮ কেজি হওয়ার কারণে খুব সহজে হ্যান্ডলিং করা যায়।

এছাড়াও কম্প্যাক্ট ডাইমেনশন এবং অ্যাডভেঞ্চার বিষয়ক উপাদান রয়েছে এতে। চড়াই উতরাই সাবলীলতার সাথে পাড় করার জন্য দু’চাকাতেই রয়েছে দীর্ঘ সাসপেনশন, ডুয়েল পারপাস টায়ার এবং ২২০ মিমি-র গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এতে দেওয়া হয়েছে একটি ১৯৯.৬ সিসি অয়েল কুল্ড, ফোর ভাল্ভ ইঞ্জিন, যা ১৮.৮ বিএইচপি এবং ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

আর পুরনো ২ ভাল্ভ ভ্যারিয়েন্টটি থেকে ১৭.৮ বিএইচপি এবং ১৬.৪৫ এনএম টর্ক পাওয়া যায়। ফিচারগুলির মধ্যে এতে উপস্থিত ফুল এলইডি লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যা টার্ন বাই টার্ন নেভিগেশন, মেসেজ ও কল অ্যালার্ট অফার করে।

Show Full Article
Next Story