Hero Xpulse 400: বাজার মাতাবে হিরোর নতুন 400 সিসির এক্সপালস, শক্তিতে টেক্কা দেবে সমস্ত বাইকদের

Hero Xpulse 400 তাহলে সত্যিই বাজারে আসছে। বড় ইঞ্জিনের এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির ডেভেলপমেন্ট এখনও জারি রেখেছে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে লঞ্চ হওয়ার কথা থাকলেও…

Hero Xpulse 400 Spotted Testing In India Could Launch Soon

Hero Xpulse 400 তাহলে সত্যিই বাজারে আসছে। বড় ইঞ্জিনের এই অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির ডেভেলপমেন্ট এখনও জারি রেখেছে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে লঞ্চ হওয়ার কথা থাকলেও অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। কিন্তু অবশেষে নতুন চ্যাসিস এবং অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে হাজির হতে চলেছে Hero Xpulse 400।

কার এন্ড বাইকের তরফে দাবি করা হয়েছে, এই বাইকে ৪২১ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। নতুন এক্সপালস তৈরির এই প্রকল্পের নাম ACDA এবং এটি প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। ডিজাইনের দিক থেকে বর্তমান Xpulse 200-এর তুলনায় কিছুটা আলাদা হবে।

Hero Xpulse 400 বড় ফুয়েল ট্যাঙ্কের সঙ্গে আসবে। এলইডি হেডল্যাম্পটি হবে গোল। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি ফুল-কালার টিএফটি স্ক্রিন হবে, যা এক্সপালস সিরিজের ইতিহাসে সর্বপ্রথম। প্রটোটাইপ মডেলে ইঞ্জিন গরম হওয়ার মতো সমস্যা দেখা গিয়েছিল। তবে এখন সেটির সমাধান করে নতুন করে টেস্টিং চালাচ্ছে হিরো।

বাইকটির ৪২১ সিসি ইঞ্জিন সর্বাধিক ৪০ হর্সপাওয়ার এবং ৩৫ এনএম টর্ক উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে। ফলে Royal Enfield Himalayan 450 ও KTM 390 Adventure তুমুল প্রতিযোগিতার সম্মুখীন হবে। Hero Xpulse 400-এর দাম ভারতের বাজারে ২.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন