কেটিএমকে চাপে ফেলতে আসছে হিরো’র নতুন Xpluse 421, বাইকের ব্লুপ্রিন্ট প্রকাশ কোম্পানির

Hero Xpulse 421 - আরও এক নতুন অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসছে হিরো মটোকর্প। এটি হল এক্সপাল্স ৪২১। এদিন EICMA ২০২৪ মোটরসাইকেল শো-তে বাইকের ব্লু-প্রিন্ট প্রকাশ করল সংস্থা।

Suvrodeep Chakraborty 10 Nov 2024 10:20 PM IST

ইতালির মিলান শহরে আয়োজিত মোটরসাইকেল শো-তে একাধিক নতুন বাইক ও তার কনসেপ্ট প্রকাশ করে চলেছে সংস্থাগুলি। এদিন তেমনই একটি বাইকের ব্লুপ্রিন্ট প্রকাশ করল হিরো মটোকর্প। আর এটি হল সংস্থার নতুন মডেল এক্সপাল্স ৪২১। এটি একটি অ্যাডভেঞ্চার বাইক, যা শীঘ্রই দেশে লঞ্চ করতে পারে হিরো।

বাইকটি সরাসরি টক্কর দিতে চলেছে কেটিএম ৩৯০ আর এডিভি এবং বিএমডাব্লিউ এফ ৪৫০ জিএস মডেলকে। জানা গিয়েছে, হিরো এক্সপাল্স ৪২১ কনসেপ্ট বাইক ২০২৬ সাল থেকে উৎপাদন করবে হিরো মটোকর্প। বাইকের কনসেপ্ট থেকে যা জানা গিয়েছে তা হল, এটি এক্সপাল্স ২১০ এর থেকে একদমই আলাদা এবং ট্রেলিস ফ্রেম দিয়ে ডিজাইন করা হয়েছে।

হিরো এক্সপাল্স ৪১০ বাইকের সম্ভাব্য ইঞ্জিন শক্তি, ফিচার্স ও স্পেসিফিকেশন

এই অ্যাডভেঞ্চার বাইকে রয়েছে স্টাইলিশ অ্যাঙ্গুলার হেডলাইট, লং রাইডের জন্য সোনালি রংয়ের USD ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন। মিলবে লম্বা উইন্ডস্ক্রিন এবং সিঙ্গেল পিস সিট। স্পোক হুইলযুক্ত এই বাইকে পাওয়া যাবে ৪২১ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা প্রায় ৪৩ থেকে ৪৫ হর্সপাওয়ার তৈরি করতে পারে। মোটরসাইকেলটির উভয় প্রান্তেই রয়েছে ডিস্ক ব্রেক।

ফিচারের ক্ষেত্রে পাওয়া যাবে TFT ডিসপ্লে যেখানে বিভিন্ন তথ্য যেমন এসএমএস, সুইচেবেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে। রয়েছে রাইড-বাই-ওয়্যার ফিচারও। থাকতে পারে স্মার্টফোন কানেক্টিভিটি। যদিও যা এখনও নিশ্চিত নয়। আশা করা হচ্ছে, আগামী কয়েক মাসের বাইকের বিস্তারিত ফিচার্স প্রকাশ করবে হিরো।

কবে লঞ্চ হতে পারে ও কাদের চ্যালেঞ্জ জানাবে এই বাইক?

রিপোর্ট বলছে, ২০২৫ অথবা ২০২৬ সালে লঞ্চ হতে পারে নতুন হিরো এক্সপাল্স ৪২১। এই বাইকটি চ্যালেঞ্জ জানাবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার আর, বিএমডাব্লিউ এফ ৪৫০ জিএস এবং রয়্যাল এনফিল্ড হিমালয়ানকে।

Show Full Article
Next Story