পুজোয় Hero-র নয়া চমক Xtreme 160R Stealth Edition, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

ভারতের বাজারে কমিউটার বাইক সেগমেন্টে (১০০-১২৫ সিসি) হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর কর্তৃত্ব প্রশ্নাতীত। কিন্তু তার থেকে...
SHUVRO 30 Sept 2021 2:06 PM IST

ভারতের বাজারে কমিউটার বাইক সেগমেন্টে (১০০-১২৫ সিসি) হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর কর্তৃত্ব প্রশ্নাতীত। কিন্তু তার থেকে একটু উপরে উঠলেই ছবিটা গোলমেলে। পালসার (Pulsar) ও অ্যাপাচি (Apache) লাইনআপের দৌলতে স্পোর্টি বাইক সেগমেন্টের রাশ টিভিএস (TVS) ও বাজাজ (Bajaj)-এর মতো সংস্থার হাতে৷ অথচ ১৫০-১৬০ সিসি সেগমেন্টে আধিপত্য কায়েম করার চেষ্টা যে হিরো করেনি, এমনটা নয়। কিন্তু ফর্মুলায় ছিল খামতি৷ অবশেষে গত বছরের জুনে সবাইকে চমকে দিয়ে ১৬০ সিসি-র সবচেযে সস্তা মোটরবাইক বাজারে আনে হিরো, নাম রাখা হয় Xtreme 160R।

এবার আর ভুলচুক হয়নি। স্টাইলিশ নেকেড ডিজাইন, ইঞ্জিনের দুর্দান্ত পারফরম্যান্স, এবং চমৎকার মাইলেজের কারণে বাইকটি গ্রাহকদের মনে দাগ কাটতে সফল হয়। কোম্পানির কাছে আসতে থাকে ভুরি ভুরি প্রশংসা। গত মার্চে 100 Mllion Edition রূপে Xtreme 160R-এর নয়া ভার্সন বাজারে এনেছিল সংস্থা। নতুনত্ব হিসেবে ছিল স্পেশাল কালার স্কিম। আর এবার উৎসবের মরসুম উপলক্ষ্যে Xtreme 160R-এর নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি শুরু করে দিয়েছে হিরো। রিপোর্ট অনুসারে, সেই নতুন মডেলটির নাম Hero Xtreme 160R Stealth Edition। বাইকটির ছবি কয়েকটি ডিলারদের একটি সভা থেকে সামনে এসেছে।

Hero Xtreme 160R Stealth Edition: বিশেষত্ব

হিরো এক্সট্রিম ১৬০আর স্টেলথ এডিশনে ম্যাট ব্ল্যাক কালার স্কিম থাকবে। সেই সঙ্গে টু-ভালভ ইঞ্জিনের জায়গায় বাইকটিতে নতুন ফোর-ভালভ ইঞ্জিন দেওয়া হয়েছে। অর্থাৎ ইঞ্জিনের মধ্যে কম্বাশন চেম্বারে আগের চেয়ে বেশি পরিমাণে বাতাস ও জ্বালানির দহন ঘটবে। এর ফলে পাওয়ার আউটপুট বাড়বে৷ তবে নতুন ভার্সনে ঠিক কতটা পাওয়ার উপলব্ধ হবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

Hero Xtreme 160R Stealth Edition ইঞ্জিন

হিরো এক্সট্রিম ১৬০আর-এর স্ট্যান্ডার্ড ভার্সনের মতো স্টেলথ এডিশনে ১৬৩ সিসি-র এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া হবে, সঙ্গে থাকবে ফাইভ-স্পিড গিয়ারবক্স।

Hero Xtreme 160R Stealth Edition ফিচার

এলসিডি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসবে হিরো এক্সট্রিম ১৬০আর স্টেলথ এডিশন, যা ব্লুটুথ কানেক্টিভিটি অফার করতে পারে। এছাড়া ফুল-এলইডি লাইটিং, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক (দু'প্রান্তেই), টেলিস্কোপিক ফ্রন্ট ফোর্কস, রিয়ার মনোশক সাসপেনশন, নতুন গ্রাফিক্সযুক্ত হেডল্যাম্প ক্লাস্টার, ফুয়েল ট্যাঙ্কের এক্সটেনশনে এক্সট্রিম স্টেলথ ব্যাজিং - হিরো এক্সট্রিম ১৬০আর স্টেলথ এডিশনের ফিচারগুলির মধ্যে উল্লেখযোগ্য হবে।

Hero Xtreme 160R Stealth Edition

ভ্যারিয়েন্ট অনুসারে হিরো এক্সট্রিম ১৬০আর-এর সর্বোচ্চ দাম ১.১৪ লক্ষ টাকা। নয়া স্টেলথ এডিশনের দাম এর থেকে সামান্যই বাড়বে বলে মনে করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story