Hero Xtreme 125R: তরুণদের জন্য দুর্ধর্ষ বাইক আনল হিরো, মাইলেজ অনবদ্য, দাম 95,000 টাকা মাত্র

Hero Xtreme 125R আজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। এই প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল তরুণ প্রজন্মের মন জিতবে...
SUMAN 23 Jan 2024 1:39 PM IST

Hero Xtreme 125R আজ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে লঞ্চ হয়ে গেল। এই প্রিমিয়াম কমিউটার মোটরসাইকেল তরুণ প্রজন্মের মন জিতবে বলেই দাবি হিরোর। দাম রাখা হয়েছে ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। বলা ভাল, এক লক্ষ টাকার মধ্যে এটিই ভারতের সেরা ১২৫ সিসির মোটরবাইক হতে চলেছে। ডিজাইন এমন স্টাইলিশ করা হয়েছে যে, এটি হিরোর বাইক বা ১২৫ সিসি-র বলেই মনে হবে না। নতুন এক্সট্রিমের আগমনে নিঃসন্দেহে চাপে পড়ল TVS Raider 125। পাশাপাশি Pulsar NS125 ও Honda SP125 মডেলেরও রাতের ঘুম কাড়বে নতুন Hero Xtreme 125R।

Hero Xtreme 125R: ডিজাইন

তরুণ প্রজন্মের যে কেউ হিরো এক্সট্রিম ১২৫আর এর হাইপার-স্টাইলিশ ডিজাইন দেখলে ‘ফিদা’ হতে বাধ্য। রেজর-শার্প স্টাইলের হেডল্যাম্প, বাকিদের থেকে একে আলাদা করেছে। বাইকটি এমন তীক্ষ্মভাবে নকশা করা হয়েছে যে ফুয়েল ট্যাঙ্কের দু’দিকে থাকা শ্রাউড ব্যাপক মাসকুলার লুক তৈরি করেছে। স্প্লিট সিট ও স্প্লিট গ্র্যাব রেল সেই স্পোর্টি স্টাইলকে সম্পূর্ণ করেছে।

Hero Xtreme 125R: ইঞ্জিন, হার্ডওয়্যার, ফিচার্স

পারফরম্যান্সের জন্য হিরো এক্সট্রিমে দেওয়া হয়েছে নতুন ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১১.৩৯ বিএইচপি ক্ষমতা এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হবে। গিয়ারের সংখ্যা পাঁচ। সাসপেনশনের জন্য সামনে ৩৭ মিমি টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনে মোনোশক বর্তমান। বিভিন্ন তথ্য দেখার জন্য থাকছে এলসিডি ডিসপ্লে।

Hero Xtreme 125R

হিরো এক্সট্রিম ১২৫আর সিঙ্গেল ডিস্ক (ফ্রন্ট) এবং ডুয়াল ডিস্ক (সামনে+পিছনে) অপশনে বেছে নেওয়া যাবে। সিঙ্গেল চ্যানেল এবিএস অবশ্য বেস মডেলে নেই। এই সেফটি ফিচার্সের সবচেয়ে দামী ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়বে ৯৯,৫০০ টাকা (এক্স-শোরুম)। এটি তিনটি রঙে কেনা যাবে - ব্ল, রেড, ও ব্ল্যাক।

Show Full Article
Next Story
Share it