Hero Xtreme vs Honda Hornet 2.0: হিরো নাকি হোন্ডা? 160 সিসির কোন বাইক সেরা

দেশ-বিদেশের বিভিন্ন বাইক নির্মাতা তাই এই সময় এই সেগমেন্টে একাধিক নতুন মডেল লঞ্চ করেছে। সেই ধারায় গা ভাসিয়ে আরও একটি...
techgup 22 Jun 2023 6:38 PM IST

দেশ-বিদেশের বিভিন্ন বাইক নির্মাতা তাই এই সময় এই সেগমেন্টে একাধিক নতুন মডেল লঞ্চ করেছে। সেই ধারায় গা ভাসিয়ে আরও একটি ঝাঁ চকচকে নতুন টু-হুইলার বাজারে আনল ভারতের বৃহত্তম স্কুটার এবং মোটরসাইকেল নির্মাতা হিরো মটোকর্প। তাদের সদ্য লঞ্চ করা Xtreme 160R 4V কিন্তু আদতে এই বাইকটির ২ ভালভ যুক্ত ভ্যারিয়েন্টের উন্নত সংস্করণ। হিরোর বাইকের কথা বলতে গেলেই এর সাথে সমানে টক্কর নিয়ে থাকে হিরোর এক সময়কার সঙ্গী হোন্ডা। দেশে হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়ার তৈরি Hornet 2.0 বেশ কয়েক বছর ধরেই দাপিয়ে বেড়াচ্ছে। আসলে CB Hornet 160R বাইকটির পরিবর্তে ১৮০ সিসির এই বাইকটি বাজারে এনেছিল হোন্ডা। এই প্রতিবেদনে হিরো এক্সট্রিম ১৬০ আর ৪ভি এবং হোন্ডা হর্নেট ২.০ বাইক দুটির মধ্যে তুলনা রইল।

Hero Xtreme 160R 4V vs Honda Hornet 2.0: ডিজাইন

প্রথমে বলে রাখা ভালো এই দুটি বাইক কিন্তু নেকেড স্ট্রিট ফাইটার। সেই কারণে উভয় ক্ষেত্রেই সামনের দিকে থাকা সোনালী রঙের ইউএসডি ফর্ক, অ্যাগ্রেসিভ ডিজাইন এর হেডল্যাম্প, পিছনের দিকে ক্লিন সেকশন, স্প্লিট সিট সেটআপ এবং মাসকুলার ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাওয়া যায়। হিরো এক্সট্রিম ১৬০ আর ৪ভি এবং হোন্ডা হর্নেট ২.০ চার ধরনের রঙে উপলব্ধ।

Hero Xtreme 160R 4V vs Honda Hornet 2.0: ইঞ্জিন স্পেসিফিকেশন

এক্সট্রিম ১৬০ আর ৪ভি এর সবচেয়ে বড় পরিবর্তন হলো ডবল ভালভ যুক্ত ইঞ্জিনের পরিবর্তে এর চার ভালভ যুক্ত ইঞ্জিন। এতে ব্যবহৃত হয়েছে নতুন ভাবে টিউন করা ১৬৩.২ সিসির অয়েল কুলড ইঞ্জিন, যা ৮৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৬.৬৬ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৪.৬ এনএম টর্ক জেনারেট করতে পারে। সাথে রয়েছে ফাইভ স্পিড গিয়ার বক্স।

অন্যদিকে হর্নেট ২.০ মডেলটিতে এগিয়ে চলার শক্তি যোগায় ১৮৪.৪০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স সমৃদ্ধ এই ইঞ্জিনটি ৮৫০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৭.০৩ বিএইচপি শক্তি এবং ৬০০০ আরপিএম গতিতে সর্বাধিক ১৬.১ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে।

Hero Xtreme 160R 4V vs Honda Hornet 2.0: ফিচার

দুটি বাইকের মধ্যেই এলইডি লাইটিং, স্প্লিট সিট, সাইড স্ট্যান্ড কাট অফ, সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে। তবে হিরোর এই বাইকে অতিরিক্ত ব্লুটুথ সংযোজিত ইন্সট্রুমেন্ট কনসোল দেখতে পাওয়া যায়।

Hero Xtreme 160R 4V vs Honda Hornet 2.0: হার্ডওয়ার

দুটি বাইক এর সাসপেনশন সেটআপ অনেকাংশেই একই ধরনের। সামনের দিকে রয়েছে উল্টানো ফর্ক এবং পিছনের দিকে থাকছে মনোশক অ্যাবজর্ভার। যদিও এক্সট্রিম ১৬০ আর ৪ভি এর বেস মডেলে ইউএসডি ফর্কের পরিবর্তে থাকছে সাধারণ টেলিস্কোপিক ফর্ক। ব্রেকিং এর দায়িত্ব সামলাতে এক্সট্রিম এবং হর্নেট দুটি বাইকের মধ্যেই সামনের দিকে ২৭৬মিমি এবং পিছনের দিকে ২২০ মিমি পেটাল ডিস্ক লাগানো রয়েছে।

Hero Xtreme 160R 4V vs Honda Hornet 2.0: দাম এবং ভ্যারিয়েন্ট

সদ্য লঞ্চ হওয়া এক্সট্রিম ১৬০ আর ৪ভি মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ- স্ট্যান্ডার্ড, কানেক্ট এবং প্রো। এই তিনটি সংস্করণের এক্স শোরুম মূল্য যথাক্রমে ১.২৭ লাখ টাকা, ১.৩৩ লাখ টাকা এবং ১.৩৬ লাখ টাকা। অন্যদিকে হরনেট ২.০ কিন্তু কেবল একটি ভার্সনেই কিনতে পাওয়া যায়। এটির এক্স শোরুম মূল্য ১.৩৬ লাখ টাকা।

Show Full Article
Next Story