Hero MotoCorp: শোরুমে গেলে খালি হাতে ফিরতে হবে, চুপিসাড়ে এই বাইক বন্ধ করল হিরো
হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি ভারতে তাদের ফোর-ভাল্ভ ইঞ্জিন সমেত Xtreme 200S 4V লঞ্চ করেছে। 2V মডেলটির উপর...হিরো মোটোকর্প (Hero MotoCorp) সম্প্রতি ভারতে তাদের ফোর-ভাল্ভ ইঞ্জিন সমেত Xtreme 200S 4V লঞ্চ করেছে। 2V মডেলটির উপর ভিত্তি করেই এটি আনা হয়েছিল। পাওয়ারট্রেন ছাড়াও নয়া ভার্সনের ডিজাইনে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। তবে লঞ্চের কিছুদিনের মধ্যেই পুরনো Xtreme 200S 2V বন্ধের সিদ্ধান্ত নিল কোম্পানি। সরাসরি কিছু না বললেও, ভালতে সংস্থার ওয়েবসাইট থেকে মোটরসাইকেলটির যাবতীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
Xtreme 200S 2V-এর বিক্রি বন্ধ করল Hero
উল্লেখ্য, চার-পাঁচ বছর ধরে Hero Xtreme 200S 2V দেশের সবচেয়ে সস্তা ফুল-ফেয়ার্ড বাইক হিসাবে বাজারে উপস্থিত ছিল। কিন্তু সম্প্রতি আরও উন্নত ফোর-ভাল্ভ মডেলটি হাজির হয়েছে। যে কারণে এবার চুপিসারে টু-ভাল্ভ মডেলটির পাঠ চুকিয়ে দিল হিরো। তাছাড়া বাইকটির বিক্রিও যে সন্তোষজনক ছিল, তেমনটিও নয়। স্টক থাকা পর্যন্ত শোরুমে বাইকটি মিলতে পারে বলে অনুমান করা যায়।
নতুন Xtreme 200S 4V-তে ফিচার এবং ডিজাইনে আপডেট দেওয়া হয়েছে। এতে রয়েছে টার্ন বাই টার্ন নেভিগেশন সহ একটি নতুন ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং কল ও এসএমএস অ্যালার্ট। এছাড়া মোটরসাইকেলটিতে দেওয়া হয়েছে ক্লিপ-অন হ্যান্ডেলবার।
পারফরম্যান্সের প্রসঙ্গে বললে বাইকটিতে উপস্থিত একটি ২০০ সিসি, ফোর-ভাল্ভ, অয়েল কুল্ড মোটর। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএম গতিতে ১৭.৩৫ এনএম টর্ক পাওয়া যাবে। ইঞ্জিনকে এগিয়ে চলতে সাহায্য করবে ৫-স্পিড গিয়ারবক্স।