Hero Xtreme 250R EICMA 2024

দমদার ২৫০ সিসির ইঞ্জিন, স্পোর্টস বাইকের মতো ফিচার, বাজার কাঁপাতে এল নতুন হিরো এক্সট্রিম

Hero Xtreme 250R EICMA 2024 - বড় ফুয়েল ট্যাঙ্ক, মডার্ন অ্যাসথেটিক ডিজাইন, এলইডি লাইটিং দিয়ে বাঁধানো হিরো এক্সট্রিম ২৫০আর বাইকটি নজর কাড়তে পারে অনেকেরই।

Suvrodeep Chakraborty 7 Nov 2024 2:27 PM IST

Hero Xtreme 250R লঞ্চ হওয়ার পর থেকেই এই সিরিজের বাইকের প্রতি মানুষের ভালোবাসা বাড়তে শুরু করেছে। কারণ হিরো এক্সট্রিম সিরিজের প্রত্যেকটা মডেলের মতো এখানেও নতুন কয়েকটি চমক আছে। হিরো এক্সটান্ট ২.৫আর এবং এক্সট্রিম ১২৫আর এই দুই বাইক থেকে অনুপ্রাণিত এটির ডিজাইন। সম্প্রতি EICMA ২০২৪ মোটরসাইকেল শো-তে বাইকটিকে সামনে এনেছে কোম্পানি।

হিরো এক্সট্রিম ২৫০আর : ডিজাইন ও ফিচার্স

বড় ফুয়েল ট্যাঙ্ক, মডার্ন অ্যাসথেটিক ডিজাইন, এলইডি লাইটিং দিয়ে বাঁধানো হিরো এক্সট্রিম ২৫০আর বাইকটি নজর কাড়তে পারে অনেকেরই। বডির ডিজাইনের ক্ষেত্রে এক্সটান্ট ২.৫আর এবং রংয়ের ক্ষেত্রে এক্সট্রিম ১২৫আরকে অনুসরণ করেছে এই বাইক। রয়েছে স্প্লিট সিট। ফিচারের ক্ষেত্রে বাইকে কোনও কিছুরই অভাব থাকছে না। ব্লুটুথ কানেক্টিভিটি থেকে শুরু করে, ডিজিটাল ডিসপ্লে সবই থাকছে এই দু চাকায়। গতি, আরপিএম, জ্বালানি ইত্যাদি সব তথ্য দেখা যাবে বাইকের স্ক্রিনে। এছাড়া সুইচেবল অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম উপস্থিত।

হিরো এক্সট্রিম ২৫০আর : ইঞ্জিন ও হার্ডওয়্যার

২৫০ সিসি লিকুইড কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে হিরো এক্সট্রিম ২৫০আর বাইকে। সর্বোচ্চ ২৯.৫ হর্সপাওয়ার এবং ২৫ এনএম টর্ক তৈরি করতে পারে এই ইঞ্জিন। রয়েছে ৬ স্পিড গিয়ার। কোম্পানির দাবি, ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে বাইকের সময় লাগবে ৩.২৫ সেকেন্ড। হার্ডওয়্যার পার্টসের ক্ষেত্রে সামনে রয়েছে USD সাসপেনশন এবং পিছনে ৬ স্পিড প্রিলোড অ্যাডজাস্টেবেল মনোশোক। দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল ব্রেকিং সিস্টেম রয়েছে বাইকে।

হিরো এক্সট্রিম ২৫০আর শীঘ্রই ভারতে লঞ্চ হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। যারা এই বাইক কিনবেন বলে ভাবছেন, তারা আর কিছু মাস অপেক্ষা করে যেতে পারেন। একাধিক রিপোর্ট অনুযায়ী, হিরো এক্সট্রিম ২৫০আর বাইকের সম্ভাব্য দাম ২ লাখ থেকে ২.৫০ লাখ টাকা। উল্লেখ্য, ভারতে এর মূল প্রতিদ্বন্দী কেটিএম ২৫০ ডিউক এবং সুজুকি গিক্সার ২৫০।

Show Full Article
Next Story