Honda Active 125 Premium: অ্যাকটিভার নতুন প্রিমিয়াম মডেলের বিশেষত্ব কী? দেখে নিন

Honda Activa ভারতে দুই দশকের বেশি সময় কাটিয়ে ফেলল৷ ২০০০-এ শুরু হওয়া সেই যাত্রা এখনও চলছে গৌরবের সঙ্গে। ভারতের স্কুটার...
SHUVRO 13 Dec 2021 10:54 AM IST

Honda Activa ভারতে দুই দশকের বেশি সময় কাটিয়ে ফেলল৷ ২০০০-এ শুরু হওয়া সেই যাত্রা এখনও চলছে গৌরবের সঙ্গে। ভারতের স্কুটার বাজারে এখনও দাপট অব্যাহত Honda Activa-র। প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি বিভিন্ন মডেলের স্কুটার বাজারে আনলেও হোন্ডা অ্যাকটিভার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এর ফলে বিগত ক'বছর ধরে অ্যাকটিভা দেশের সর্বাধিক বিক্রীত স্কুটার। অ্যাকটিভা যাতে আউটডেটেড না হয়ে পড়ে, তার জন্য হন্ডা প্রতি বছরই একে নতুন কালার বা নয়া ফিচার দিয়ে সাজিয়ে বাজারে আনে। ভারতের বাজারে কিছু দিন আগেই আত্মপ্রকাশ ঘটছে Honda Activa 125 এর সেরকমই একটি নতুন মডেলের। যার নাম Honda Activa 125 Premium Edition। স্কুটারটির নয়া অবতারে কী কী বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি এবার একনজরে দেখে নেওয়া যাক।

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন স্টাইলিং (Honda Activa 125 Premium Edition Styling)

হন্ডা অ্যাকটিভা ১২৫ এর সাধারণ মডেলের মতোই ডিজাইন পেয়েছে নতুন প্রিমিয়াম এডিশন। তবে দু'টি মডেল যাতে দেখতে অন্য রকম লাগে, তার জন্য স্টাইলিংয়ে পরিবর্তন করেছে সংস্থা। হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন স্কুটারে ব্ল্যাক-আউট ইঞ্জিন, ব্ল্যাক টেলিস্কোপিক ফর্ক, বডি কালারড (শরীরের সঙ্গে রঙের মিল) গ্রাব রেল এবং নতুন কালার স্কিম রয়েছে।

এছাড়া হন্ডা অ্যাকটিভা ১২৫ এর সাধারণ মডেলের অনুরূপে সিঙ্গেল পড এলইডি হেডলাইট, সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাপরন মাউন্টেড ফ্রন্ট টার্ন ইন্ডিকেটর, পাস সুইচ, এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ফ্রন্ট গ্লভ বক্স, মাল্টি-ফাংশন কী-হোল, আইডেল স্টার্ট স্টপ সিস্টেম-সহ এসেছে হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন।

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন কালার্স (Honda Activa 125 Premium Edition Colours)

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন একজোড়া ডুয়েল টোন (দু'রকম রঙের সমাহার) কালার অপশনে পাওয়া যাবে - ম্যাট আর্ল সিলভার মেটালিক/ ম্যাপ স্টিল ব্ল্যাক মেটালিক এবং ম্যাট ম্যাগনিফিকেন্ট কপার মেটালিক/ পার্ল অ্যামেজিং হোয়াইট।

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন ইঞ্জিন (Honda Activa 125 Premium Edition Engine)

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন এর মেকানিক্যাল স্পেসিফিকেশনে কাটাছেঁড়া হয়নি। অ্যাকটিভা ১২৫ এর প্রতিটি ভ্যারিয়েন্টের মতো এটিও দৌড়বে ১২৪ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিনে। আউটপুট ৮.১৮ বিএইচপি ও ১০.৩ এনএম।

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন হার্ডওয়্যার (Honda Activa 125 Premium Edition Hardware)

সাসপেনশন, ব্রেকিং সিস্টেম, সব দিক থেকেই অপরিবর্তিত হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন৷ সাসপেনশনের জন্য এতে টেলিস্কোপিক ফর্ক ও রিয়ার স্প্রিং বর্তমান। বেস মডেলে দু'চাকায় ড্রাম ব্রেক ও প্রিমিয়াম এডিশনের সামনের চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।

হন্ডা অ্যাকটিভা ১২৫ প্রিমিয়াম এডিশন দাম (Honda Activa 125 Premium Edition Price)

Honda Activa 125 Premium Edition এর ড্রাম ব্রেক ভ্যারিয়েন্টটির দাম ৭৮,৭২৫ টাকা ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টটির মূল্য ৮২,২৮০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)।

Show Full Article
Next Story