TVS নতুন Jupiter লঞ্চ করতেই পাল্টা দিল হোন্ডা, 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Activa
TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত ফিচার্স, ও নয়া ইঞ্জিন...TVS Jupiter 110 নতুন অবতারে লঞ্চ হয়ে বাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। আকর্ষণীয় লুকস, দুর্দান্ত ফিচার্স, ও নয়া ইঞ্জিন পেয়েছে এই স্কুটারটি। নতুন জুপিটারের আগমনে চাপে পড়েছে Activa 6G। হোন্ডার এই বেস্ট সেলিং স্কুটারের থেকে সস্তায় লঞ্চ হয়েছে নিউ জেনারেশন Jupiter 110। ফলে হোন্ডার বিভিন্ন ডিলাররা Activa 6G ক্যাশ ডিসকাউন্টে বিক্রি করছে বলে খবর সামনে এসেছে।
বাইকওয়ালের প্রতিবেদন অনুযায়ী, দেশব্যাপী হোন্ডার বিভিন্ন ডিলারশিপে 3000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে Activa 6G। নতুন Jupiter 110 লঞ্চ হওয়ার ফলেই এই সিদ্ধান্ত। এই অফার কয়েক সপ্তাহ পর্যন্ত বৈধ থাকবে। অথবা স্টক খালি না করা পর্যন্ত ডিসকাউন্ট চালু থাকবে।
হোন্ডার ডিলারদের আশঙ্কা, যা পরিস্থিতি, ফেস্টিভ সিজনের সময় অ্যাক্টিভার বিক্রি কমে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ নতুন Jupiter 110 শুধু দেখতে সুন্দর নয়, এতে অনেক বেশি ফিচার্স রয়েছে এবং দামও সস্তা। ফলে চাহিদা যাতে না কমে তা নিশ্চিত করতে ছাড় দেওয়া হচ্ছে। একইসাথে অ্যাক্সেসরিজ এবং ইন্সুরেন্সেও অফার দিচ্ছে তারা। এটুকু স্পষ্ট, নতুন জুপিটার আগামী দিনে অ্যাক্টিভাকে কড়া টক্কর দিতে চলেছে।
Activa 6G-তে 109.51 সিসি ইঞ্জিন রয়েছে। যা থেকে 7.68 বিএইচপি শক্তি এবং 8.84 এনএম টর্ক উৎপন্ন হয়। কার্ব ওয়েট 106 কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 5.3 লিটার। এক লিটার পেট্রলে 45-50 কিমি মাইলেজ পাওয়া যায়। কলকাতায় দাম 78,719 টাকা থেকে শুরু। তুলনাস্বরূপ, এই শহরে Jupiter 110-এর দাম 77,700 টাকা (এক্স-শোরুম)।