2,351 টাকা দিলেই Honda Activa 6G চলে আসবে বাড়িতে, দেরি না করে ছুটুন শোরুমে

টু-হুইলার না নিলেই নয়। কিন্তু পকেটের হাল খারাপ। চিন্তা কীসের? মাসে মাসে সামান্য কিছু টাকা দিলেই বাড়ি চলে আসবে নতুন...
SUMAN 23 Dec 2023 1:22 PM IST

টু-হুইলার না নিলেই নয়। কিন্তু পকেটের হাল খারাপ। চিন্তা কীসের? মাসে মাসে সামান্য কিছু টাকা দিলেই বাড়ি চলে আসবে নতুন দু'চাকা। আর সেটা যদি হোন্ডা অ্যাক্টিভা হয় তাহলে তো আর চিন্তাই নেই। কম দামে দুর্দান্ত মাইলেজের সঙ্গে ইঞ্জিনের ভরসায় জনতার দিল জিতে নিয়েছে Honda Activa 6G। এই স্কুটারটিই এবার ২,৩৫১ টাকার মাসিক কিস্তিতে কেনার সুযোগ মিলছে।

Honda Activa 6G পাঁচটি ভ্যারিয়েন্ট এবং নয়টি রঙের বিকল্পে উপলব্ধ। ড্রাম স্টিল হুইল ভ্যারিয়েন্টের অন-রোড মূল্য ৮৯,৮৪৩ টাকা। এর মধ্যেই রয়েছে ৬,৬৯৮ টাকার আরটিও চার্জ, ৫,৯৮৬ টাকার বীমা, এক্সটেন্ডেড ওয়ারেন্টি ফি বাবদ ৬৭৫ টাকা এবং অন্যান্য খরচ ২৫০ টাকা। অন্যান্য ভ্যারিয়েন্টগুলি হচ্ছে – Activa 6G Deluxe, Activa 6G Deluxe – Limited Edition, Activa 6G H-Smart ও Activa 6G H-Smart – Limited Edition।

নতুন বছর শুরু হওয়ার আগে যারা Honda Activa 6G লোনে কিনতে চান তাঁদের জন্য জানিয়ে রাখি, মাত্র ২৭,৬০০ টাকা জমা করলেই স্কুটারটি বাড়ি নিয়ে আসা যাচ্ছে। ব্যাঙ্ক থেকে ১২% সুদের হারে তিন বছরের জন্য ৬৫,২৪৩ টাকা লোন নিলেই এটি পরিশোধ করা যাবে। প্রতি মাসে ২,৩৫১ টাকা কিস্তিতে মোট ২২,৩৯৩ টাকা সুদ দিতে হবে। বিস্তারিত জানতে হোন্ডার নিকটবর্তী শোরুমে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের তরফে।

হোন্ডা অ্যাক্টিভা ৬জি-তে রয়েছে একটি ১০৯.৫১ সিসি বিএস৬ ফেজ-২ ইঞ্জিনে। যাতে ৮,০০০ আরপিএম গতিতে ৭.৭৩ বিএইচপি শক্তি এবং ৫,৫০০ আরপিএম গতিতে ৮.৯০ এনএম টর্ক তৈরি হয়। প্রতি ঘন্টায় এর সর্বোচ্চ গতিবেগ ৮৫ কিলোমিটার। পেট্রোল ট্যাঙ্ক সম্পূর্ণ পূর্ণ থাকলে ২৫৯.১ কিলোমিটার পথ ছোটা যায়।

সাসপেনশন হিসেবে Honda Activa 6G-তে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ও ৩-স্টেপ অ্যাডজাস্টেবল রিয়ার ইউনিট। কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম সহ সামনে ও পেছনে রয়েছে ১৩০ মিমি ড্রাম ব্রেক। সামনে ১২ ইঞ্চি এবং পেছনে ১০ ইঞ্চি স্টিল হুইলে রয়েছে টিউবলেস টায়ার। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে উপস্থিত – TVS Jupiter 125 ও Suzuki Access 125।

Show Full Article
Next Story