Honda Activa: হঠাৎই দেশের জনপ্রিয়তম দুই স্কুটারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল হোন্ডা
মে মাসে আচমকাই একে একে অটোমোবাইল সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেলের দাম বাড়ানোর খবর শোনাচ্ছে। এবারে হোন্ডা (Honda)-কেও সে...মে মাসে আচমকাই একে একে অটোমোবাইল সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেলের দাম বাড়ানোর খবর শোনাচ্ছে। এবারে হোন্ডা (Honda)-কেও সে পথের পথিক হতে দেখা গেল। দেশের বেস্ট-সেলিং স্কুটার Activa এবং Activa 125-এর মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করল জাপানি সংস্থাটি। তবে দর বৃদ্ধির পরিমাণ যৎসামান্য বলা যায়। মডেল দুটির বাজারমূল্য যথাক্রমে ৮১১ টাকা ও ১,১৭৭ টাকা বাড়ানো হয়েছে।
Activa এবং Activa 125-এর মূল্য বৃদ্ধি ঘটালো Honda
দাম বাড়ানো হলেও অ্যাক্টিভা এবং অ্যাক্টিভা ১২৫-এর কারিগরি বৈশিষ্ট্যে কোন পরিবর্তন ঘটানো হয়নি। বর্তমানে অ্যাক্টিভা-র দাম ৭৫,৩৪৭ টাকা থেকে ৮১,৩৪৮ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে অ্যাক্টিভা ১২৫-এর মূল্য বেড়ে হয়েছে ৭৮,৯২০ টাকা থেকে ৮৬,০৯৩ টাকা (এক্স-শোরুম)। স্বস্তির খবর টপ-এন্ড মডেল Activa 125 H-Smart-এর দাম বাড়ানো হয়নি। স্কুটারটির বর্তমান কিনতে খরচ হবে ৮৮,০৯৩ টাকা (এক্স-শোরুম)।
প্রসঙ্গত, হোন্ডা কয়েকদিন আগেই Activa 110 থেকে ‘6G’ শব্দটির বিলোপ ঘটিয়েছে। এখন এটি কেবলমাত্র Honda Activa নামেই পরিচিত হবে। ২০১৫-তে এই এই ‘G’ ট্যাগ প্রথম চালু করা হয়েছিল। তবে Activa 125-এর নামকরণে কোনো বদল আনা হয়নি।
Honda Activa-তে উপস্থিত একটি ১০৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৭.৭৩ বিএইচপি শক্তি এবং ৮.৯০ এনএম টর্ক পাওয়া যায়। বাজারে স্কুটারটির প্রতিপক্ষ হিসেবে রয়েছে – TVS Jupiter, Suzuki Access, Yamaha Ray ZR ও Hero Pleasure Plus।
অন্যদিকে, Honda Activa 125-এ রয়েছে একটি ১২৪ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮.১৯ বিএইচপি শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির প্রতিদ্বন্দ্বীদের তালিকায় উপস্থিত – Suzuki Access 125, Yamaha Fascino 125, TVS Jupiter 125 ও Hero Destini 125।