হোন্ডা অ্যাক্টিভা পছন্দ নয়? স্কুটারের বাজারে এই ৫ বিকল্প আপনার মন জিতবে

জনপ্রিয় স্কুটার হোন্ডা অ্যাক্টিভা। তবে অনেকেই আছেন যারা হয়ত এটির ডিজাইন, মাইলেজ বা অন্য কোনও কারণে স্কুটারটি পছন্দ করেন না। তাদের জন্য সেরা ৫ বিকল্প স্কুটারের সন্ধান রইল।

Suvrodeep Chakraborty 22 Nov 2024 11:03 PM IST

বছরের পর বছর ধরে বাজারে বিক্রি হয়ে আসছে হোন্ডা অ্যাক্টিভা। বহু মানুষ নিত্য যাতায়াত করেন এই স্কুটারেই। তবে প্রত্যেক জিনিসের ভালো ও খারাপ দুটোই থাকে। নানা কারণে এই স্কুটার পছন্দ নাও হতে পারে গ্রাহকদের। সে মাইলেজের কারণে হোক বা সাদামাটা ডিজাইন। তবে হোন্ডা অ্যাক্টিভার মতো দুর্দান্ত মাইলেজ সম্পন্ন ৫ বিকল্প রয়েছে বাজারে। নতুন স্কুটারের ক্ষেত্রে এগুলি বিবেচনা করতে পারেন।

হোন্ডা অ্যাক্টিভার সেরা ৫ বিকল্প

হিরো জুম ১১০ : এতে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। স্মার্ট ফিচার ও স্টাইল সম্পন্ন নিত্য যাতায়াতের জন্য আদর্শ স্কুটার হিরো জুম। এটির দাম ৬৮,৫৯৯ টাকা থেকে শুরু। টপ মডেলের দাম ৭৬,৬৯৯ টাকা (এক্স-শোরুম)। এই স্কুটারের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে বাজারে।

টিভিএস জুপিটার : হোন্ডা অ্যাক্টিভার অন্যতম প্রতিপক্ষ টিভিএস জুপিটার। দেশের বাজারে বেশ জনপ্রিয় এই নাম। স্কুটারে রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। ফিচার হিসেবে পাবেন ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তবে এই ভ্যারিয়েন্টের দাম বেশি পড়তে পারে। টিভিএস জুপিটারের দাম শুরু ৭৮,৫০২ টাকা থেকে।

হোন্ডা ডিও : হোন্ডার আরও এক মজবুত ও স্টাইলিশ স্কুটার ডিও। এতেও রয়েছে ১১০ সিসি ইঞ্জিন। খুব বেশি স্মার্ট ফিচার না থাকলেও, কম তেল খরচে প্রতিদিন চালানোর জন্য উপযুক্ত। স্কুটারের দাম ৭৫,৮০৮ টাকা থেকে শুরু।

সুজুকি অ্যাক্সেস ১২৫ : সুজুকির সবথেকে বেশি বিক্রি হওয়া স্কুটারগুলির মধ্যে একটি অ্যাক্সেস। এতে রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন এবং একাধিক স্মার্ট ফিচার। দারুন মাইলেজ এবং রাইড কোয়ালিটি দিতে পারবে এই স্কুটার। সুজুকি অ্যাক্সেসের দাম শুরু ৮৩,০৬২ টাকা থেকে।

ইয়ামাহা ফ্যাসিনো : স্কুটারের তালিকায় ইয়ামাহা থাকবে না তা কখনও হয়। ১২৫ সিসি ইঞ্জিন সম্পন্ন ইয়ামাহা ফ্যাসিনো বেশ ভালো বিকল্প। মজবুত হওয়ার পাশাপাশি দারুন মাইলেজ দিতে পারবে এই টু হুইলার। বাজারে ইয়ামাহা ফ্যাসিনোর দাম ৯৩,৭৩০ টাকা।

Show Full Article
Next Story