Honda Activa E ইলেকট্রিক স্কুটার চলতি মাসেই লঞ্চ হচ্ছে, পাবেন সেরা রেঞ্জ ও ফিচার
Honda Activa E: চলতি মাসেই লঞ্চ হবে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার। তার আগে ফের একবার স্কুটির একঝলক প্রকাশ করল সংস্থা। বহু প্রতীক্ষিত এই স্কুটারে কত রেঞ্জ, কী ফিচার্স থাকবে জেনে নিন।
২৭ নভেম্বর ভারতে লঞ্চ হবে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার (Honda Activa Electric Scooter)। তার আগে স্কুটির নয়া টিজার প্রকাশ করল সংস্থা। এটি দেশে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার হতে চলেছে। বাজারে Honda Activa E নামে বিক্রি হবে এই টু হুইলার। পেট্রোল স্কুটার হিসাবে দারুন জনপ্রিয় অ্যাক্টিভা। আশা করা হচ্ছে, ইলেকট্রিক মডেল হিসাবে সমান ছাপ ফেলতে পারবে স্কুটারটি।
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার : সম্ভাব্য ফিচার
মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটিতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং আর একটিতে TFT ডিসপ্লে ফিচার্স থাকবে। টপ মডেলে মাল্টি কালার স্ক্রিন দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এই স্ক্রিনে চার্জিং, রেঞ্জ, সময়-সহ একাধিক তথ্য দেখা যাবে। মিলবে টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, এলইডি লাইটিং এবং মিউজিক প্লেব্যাক ফিচারও।
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার : সম্ভাব্য রেঞ্জ
আপাতত জানা গিয়েছে, এই ইলেকট্রিক স্কুটার স্ট্যান্ডার্ড মোডে ১০৪ কিলোমিটার রেঞ্জ দেবে। স্পোর্ট মোডও থাকবে, যেখানের রেঞ্জ বেশি থাকতে পারে। ২৭ নভেম্বরই এক চার্জে স্কুটারের দৌড় কতদূর তা পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে মিড-পারফরম্যান্স স্কুটারে সবথেকে বেশি রেঞ্জ দিয়ে থাকে ওলা, বাজাজ, হিরো, টিভিএস এবং এথার। তাদের টপকে কেমন পারফরম্যান্স দেয় অ্যাক্টিভা ইলেকট্রিক সেটাই দেখার।
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার : দাম
এই স্কুটারে বাজাজ চেতক এবং হিরো ভিডা ভি১-এর মতো সুইংআর্ম মোটর থাকবে। ভারতজুড়ে সংস্থার যে বিপুল সেলস নেটওয়ার্ক রয়েছে তার উপর ভর করে স্কুটারটি অফার করতে পারে হোন্ডা। চ্যালেঞ্জ জানাবে ওলা, টিভিএস, হিরো, বাজাজ, এথার-সহ একাধিক সংস্থা। ফিচার্স ও রেঞ্জ সম্পর্কে আভাস পাওয়া গেলেও হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিকের দাম সম্পর্কে কোনও পোক্ত তথ্য পাওয়া যায়নি।
Honda Activa E: চলতি মাসেই লঞ্চ হবে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার। তার আগে ফের একবার স্কুটির একঝলক প্রকাশ করল সংস্থা। বহু প্রতীক্ষিত এই স্কুটারে কত রেঞ্জ, কী ফিচার্স থাকবে জেনে নিন।