Honda Activa Electric: ৪ মাসের মধ্যে বাজারে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক! কম দামে মাইলেজে ভরপুর

Honda Activa Electric - হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে থাকবে ফিক্সড ব্যাটারি প্রযুক্তি। কোম্পানির দাবি, পারফরম্যান্স পাওয়া যাবে অ্যাক্টিভা ১১০ এর মতো। চার থেকে পাঁচ মাসের মধ্যে নামবে বাজারে।

Suman Patra 1 Nov 2024 1:11 PM IST

মাস-মাইনের চাকরিজীবিদের কাছে অতি পরিচিত নাম অ্যাক্টিভা। এবার সেই স্কুটারের ভোল বদলে বৈদ্যুতিক রূপে আনছে জাপানের হোন্ডা। ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হওয়ার জল্পনা অনেকদিন ধরেই চলছে বাজারে। পাকাপাকি ভাবে এখনও কোনও তারিখ জানায়নি কোম্পানি। তবে সম্প্রতি হোন্ডা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে স্কুটার সম্পর্কে বেশ কিছু দাবি করেছে।

হোন্ডা জানিয়েছে, এতে থাকবে ফিক্সড ব্যাটারি প্রযুক্তি। পাশাপাশি এটি নাকি অ্যাক্টিভা ১১০ এর মতো পারফরম্যান্স দিতে পারবে। বাজারে এই মুহূর্তে কম দামে ভালো মাইলেজ যুক্ত স্কুটারের মধ্যে অন্যতম অ্যাক্টিভা। সেটি ইলেকট্রিক রূপে এলে তা অবশ্যই একটা নতুনত্ব হবে মানুষের কাছে। বর্তমানে ইলেকট্রিক স্কুটার চালানোর শখ ক্রমশই বেড়ে চলেছে জনসমাজে। এমতাবস্থায়, হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক যে একটি অন্যতম বিকল্প হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারে অ্যাক্টিভা ইলেকট্রিক

ব্যবসায়িক মহলে গুঞ্জন, চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজারে আসবে এই ইলেকট্রিক স্কুটার। তৈরি হচ্ছে জাপানে। ভারত ছাড়াও এশিয়ার বেশ কিছু দেশে স্কুটারটি বিক্রি করা হবে। কোম্পানির আরও দাবি, তারা ইতিমধ্যে একটি প্ল্যাটফর্ম বানিয়েছে যার উপর ভিত্তি করে তৈরি হবে এই বৈদ্যুতিক দু'চাকা। রেঞ্জ বা মাইলেজ পাওয়া যাবে পেট্রল মডেলের মতোই।

দামের কথাটি মাথায় রাখতে চাইছে কোম্পানিটি। ব্যাপক স্তরে এটি উৎপাদন এবং বিক্রি করতে চায় তারা। তাই স্কুটারের ফিচার্স বা রেঞ্জ নিয়ে কোনও আপোস করতে চায় না হোন্ডা। বাজারে এই মুহূর্তে হোন্ডা অ্যাক্টিভা ১১০ পেট্রল মডেলের দাম ৮০,০০০ টাকার আশেপাশে। মাইলেজ দেয় প্রায় ৬০ কিমি প্রতি লিটার।

অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটির দামও এর কাছাকাছি থাকবে বলে আশা করছেন সবাই। রেঞ্জ পেট্রল মডেলের সমান বা বেশি হতে পারে। এই স্কুটার বাজারে এলে সবথেকে বেশি চাপের মুখে পড়বে ওলা, টিভিএস এবং বাজাজ। বর্তমানে এই তিন সংস্থা দেশে সবথেকে বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করে।

Show Full Article
Next Story