অপেক্ষার অবসান! হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার লঞ্চ হচ্ছে ২৭ নভেম্বর

Honda Activa Electric Launch Date - ইলেকট্রিক স্কুটারটির নাম অ্যাক্টিভা ইলেকট্রিক অথবা ই-অ্যাক্টিভা হবে বলে অনুমান করা হচ্ছে। অ্যাক্টিভা বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটার।

Suman Patra 9 Nov 2024 1:25 PM IST

Honda Activa Electric অপেক্ষার অবসান ঘটিয়ে তাহলে এই মাসেই ভারতে আসছে? হোন্ডার তরফে পুরোপুরি নিশ্চিত না করা হলেও, সংস্থার একটি লঞ্চ ইনভাইট পোস্টার সেই জল্পনা উস্কে দিয়েছে। আগামী ২৭ নভেম্বর এদেশে একটি নতুন টু-হুইলার আনতে চলেছে জাপানি সংস্থাটি। এটি ব্যাটারিতে চলবে বলে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সে দিন বিপুল জনপ্রিয় অ্যাক্টিভার বৈদ্যুতিক সংস্করণ আত্মপ্রকাশ করবে বলে দাবি করা হয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে। ভারতে এটাই কোম্পানির প্রথম ইলেকট্রিক মডেল হতে চলেছে।

Honda Activa EV এই মাসে ভারতে আসছে

ইলেকট্রিক স্কুটারটির নাম অ্যাক্টিভা ইলেকট্রিক অথবা ই-অ্যাক্টিভা হবে বলে অনুমান করা হচ্ছে। অ্যাক্টিভা বর্তমানে ভারতের সর্বাধিক বিক্রিত স্কুটার। প্রতি মাসে লক্ষ লক্ষ ইউনিট বিক্রি হয় বাজারে। তাই প্রথম বৈদ্যুতিক মডেল হিসাবে এদেশে অ্যাক্টিভা নামটির উপর বাজি রাখতে চাইছে হোন্ডা। এটির ব্যাটারি ভার্সন চলতি মিলান মোটরসাইকেল শো-তে আত্মপ্রকাশ করবে বলে মনে করা হয়েছিল। তবে তার বদলে সিইউভি ই নামে একটি ই-স্কুটার প্রদর্শন করে হোন্ডা। এটাই ভারতে আসবে বলে শোনা যাচ্ছে।

Honda CUV e কনসেপ্টের ডিটেলস

হোন্ডা সিইউভি ই কনসেপ্ট ইলেকট্রিক স্কুটারটি ভারতে অ্যাক্টিভা ইলেকট্রিক নামে লঞ্চ হতে পারে। যদিও সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। অবশ্য ইউরোপে মডেলটির গণ উৎপাদনের ব্যাপারে ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। এটির ডিজাইন অ্যাক্টিভার থেকে সম্পূর্ণ আলাদা। কোনও মিল নেই বলা চলে। স্লিক ও মিনিমালিস্টিক ডিজাইন রয়েছে এতে। সামনের অ্যাপরনে চওড়া হেডলাইট বর্তমান। পিলিয়ন ফুটরেস্ট সহ টেলল্যাম্প বার পাওয়া যাবে। বৈদ্যুতিক স্কুটারটিতে টুইন রিমুভেবল ব্যাটারি প্যাক আছে। ফলে স্টোরেজ রাখার জন্য বেশি জায়গা পাওয়া যাবে না।





হোন্ডা একটি প্রেস রিলিজ প্রকাশ করে জানিয়েছিল, সিইউভি ই-এর টুইন ব্যাটারি প্যাক ৭০ কিলোমিটার রেঞ্জ সরবরাহ করবে। তবে ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনে পরিবর্তন থাকার সম্ভাবনা বেশি। কারণ এই সেগমেন্টে ১০০ কিমি রেঞ্জ না হলে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল। পারফরম্যান্স ১২৮ সিসি পেট্রল চালিত স্কুটারের মতো হবে বলে দাবি করা হয়েছে। এতে ৭ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, কানেক্টেড ফিচার্স, কীলেস স্টার্ট, ফুল এলইডি লাইটিং, ইউএসবি-সি চার্জিং পোর্ট, তিনটি রাইডিং মোড ও রিভার্স অ্যাসিস্টের মতো বৈশিষ্ট্য থাকছে।

Show Full Article
Next Story