অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে মিলবে এই বিশেষ ফিচার, আগামী সপ্তাহে লঞ্চের আগেই ঘোষণা হোন্ডার
দেশে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার আগেই চর্চায় একাধিক বৈশিষ্ট্য। জানা গিয়েছে, অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে থাকবে সোয়াইপেবল ব্যাটারি প্রযুক্তি। এটি লঞ্চ হবে আগামী সপ্তাহে।
Honda Activa Electric: বছর শেষে বড় চমক দিতে চলেছে। দেশে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে জাপানি সংস্থাটি। ২৭ নভেম্বর লঞ্চ হবে জনপ্রিয় অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন। সংস্থাটি ইতিমধ্যে টিজারের মাধ্যমে স্কুটারের একঝলক প্রকাশ করেছে। নয়া স্কুটার নিয়ে উত্তেজনার পারদ চড়ছে অটোমোবাইল বাজারে। কারণ দু’দশকের বেশি সময় ধরে ভারতে বিক্রি হচ্ছে অ্যাক্টিভা। অবশেষে সেই স্কুটারের নতুন ইলেকট্রিক রূপ দেখতে চলেছে মানুষ।
Honda Activa Electric সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি সহ আসছে
এই ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে সোয়াপেবল ব্যাটারি প্রযুক্তি। এর মানে এটি বদল করা যাবে। সিটের নীচে রাখা থাকবে ব্যাটারিটি। দেশে ইতিমধ্যেই হোন্ডার ব্যাটারি-সোয়াপিং ইকোসিস্টেম রয়েছে। এই স্কুটার স্ট্যান্ডার্ড মোডে ১০৪ কিলোমিটার রেঞ্জ দিতে পারবে বলে জানা গিয়েছে। তবে এটি টপ মডেল নাকি বেস মডেল তা এখনও অস্পষ্ট।
ফিচার
হোন্ডা অ্যাক্টিভার টপ-স্পেক ভ্যারিয়েন্টে এলইডি হেডল্যাম্প, স্মার্টফোন কানেক্টিভিটি-সহ একটি মাল্টি-কালার TFT স্ক্রিন থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড ভার্সনে পাওয়া যাবে এলসিডি স্ক্রিন। স্কুটারটি আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া Honda CUV e-এর অনুরূপ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই স্কুটার সম্প্রতি মোটরসাইকেল শো EICMA ১০২৪- এ উন্মোচন করা হয়েছে।
প্রতিদ্বন্দ্বী
হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার দেশের বাজারে যাদের চ্যালেঞ্জ জানাতে পারে সেগুলি হল - এথার ৪৫০এস, ওলা এস১, হিরো ভিডা, টিভিএস আইকিউব, বাজাজ চেতক ইত্যাদি। অ্যাক্টিভার জনপ্রিয়তা ও দেশজুড়ে ছড়িয়ে শক্তিশালী সেলস নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এই স্কুটার কতটা সফল হয় সেটাই এখন দেখার।
দেশে হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ হওয়ার আগেই চর্চায় একাধিক বৈশিষ্ট্য। জানা গিয়েছে, অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে থাকবে সোয়াইপেবল ব্যাটারি প্রযুক্তি। এটি লঞ্চ হবে আগামী সপ্তাহে।