Honda Activa Premium: নতুন স্কুটারের ছবি প্রকাশ করে জল্পনায় ইতি টানল হোন্ডা, লঞ্চ কবে

এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। বছরের...
SUMAN 17 Aug 2022 11:08 AM IST

এখন ভারতের দ্বিতীয় বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। বছরের প্রথমার্ধ ধীর গতিতে কাটালেও, পুজোর আগে নতুন মডেল লঞ্চ করে লাইম লাইটে আসতে তৎপরতায় কোনোরকম খামতি রাখতে নারাজ তারা। কিছুদিন আগেই Honda CB300F স্ট্রিটফাইটার বাইক হাজির করেছে সংস্থা। সেই রেশ কাটতে না কাটতেই দেশের সর্বাধিক জনপ্রিয় স্কুটার Honda Activa-র প্রিমিয়াম ভার্সন লঞ্চের জন্য প্রস্তুতি পর্ব সেরে ফেলেছে তারা। হোন্ডার পরপর প্রকাশিত টিজারে গ্রাহকদের কৌতুহল কয়েক গুণ বেড়েছে। এবারে তার Honda Activa 6G Premium এডিশনের একটি ছবি প্রকাশ করেছে। লঞ্চের দিনক্ষণ সম্পর্কে কিছু বলা না হলেও, অনুমান করা হচ্ছে চলতি মাসের যে কোনো দিন ভারতের বাজারে পা রাখতে পারে Activa 6G Premium Edition।

আগের টিজারে Activa 6G Premium-এর ফ্রন্ট প্যানেলে ম্যাট গ্রীন বডি কালারের সাথে গোল্ডেন ফিনিশিং নজরে পড়েছিল। এবারের ছবিতেও স্কুটারটির একাধিক স্থানে সোনালী রঙের ছোঁয়া স্পষ্টত দেখা গিয়েছে। বলা যায়, প্রিমিয়াম ভার্সনের বিশেষত্ব হল এই সোনালী রঙের স্পর্শ। হোন্ডা স্কুটারটির ছবি প্রকাশ করলেও, বিশদে কোনো তথ্য জানায়নি। ডিজাইনের দিক থেকে বাজার চলতি মডেলের সাথে কোনো যে পরিবর্তন থাকছে না, তা প্রত্যক্ষ করা গিয়েছে। হার্ডওয়্যারেও তেমন কোনো নতুনত্বের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

https://twitter.com/honda2wheelerin/status/1559509147032645632?t=ILuSPvDd4DTb-lKRDxP5bw&s=19

বিশেষত্ব বলতে, Activa 6G Premium-এ নতুন বাদামি রঙের সিঙ্গেল সিট এবং গোল্ডেন কালার হুইল দেওয়া হয়েছে। প্রথম টিজার দেখে অনুমান করা হলেও, চূড়ান্ত ছবিতে কোনো ডিস্ক ব্রেকের দেখা মেলেনি। প্রসঙ্গত, Activa 6G একটি ১০৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিনে ছোটে। যা থেকে ৮,০০০ আরপিএম গতিতে ৭.৮ এইচপি শক্তি এবং ৫,২৫০ আরপিএম গতিতে ৮.৮৪ এনএম টর্ক পাওয়া যায়। ট্রান্সমিশনের দায়িত্বে রয়েছে সিভিটি।

Honda Activa 6G Premium মডেলটি তার স্ট্যান্ডার্ড ভার্সনের ইঞ্জিন ও হার্ডওয়্যারের সাথে আসবে মনেই মনে করা হচ্ছে। বাজার চলতি মডেলটির দাম ৭২,৪০০-৭৪,৪০০ টাকা (এক্স-শোরুম)। বলাই বাহুল্য, যে প্রিমিয়াম ভার্সনের দাম এর চেয়ে বেশি রাখা হবে। দামের দিক থেকে স্কুটারটির মূল প্রতিপক্ষদের মধ্যে রয়েছে TVS Jupiter ও Suzuki Access।

Show Full Article
Next Story