Honda Amaze Discount

নতুন মডেল আসতেই পুরনো ভার্সনে বিশাল ছাড়, ১.২৫ লক্ষ টাকা সস্তায় কিনুন এই গাড়ি

সম্প্রতি বাজারে এসেছে নতুন Honda Amaze বা গাড়ির ফেসলিফ্ট মডেলও বলতে পারেন। সেই জন্য পুরনো বা প্রি-ফেসলিফ্ট মডেলে ১.২৫ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করল হোন্ডা।

Suvrodeep Chakraborty 6 Dec 2024 5:17 PM IST

সদ্য লঞ্চ হয়েছে নতুন Honda Amaze গাড়ি। এটি ভারতীয় বাজারে ৭.৯৯ লক্ষ টাকায় (এক্স-শোরুম) হাজির করেছে সংস্থা। আগের মডেলের তুলনায় একাধিক পরিবর্তন করা হয়েছে নতুন মডেলে। সবথেকে গুরুত্বপূর্ণ নতুন Amaze- এ যুক্ত হয়েছে অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম নিরাপত্তা বৈশিষ্ট্য। ফেসলিফ্ট মডেল আসার পর পুরনো বা প্রি-ফেসলিফ্ট মডেলে ১.২৫ লক্ষ টাকা ছাড় দেওয়ার ঘোষণা করল জাপানি সংস্থাটি।

হোন্ডার গাড়িতে গুচ্ছের ছাড়

ভারতীয় গ্রাহকদের জন্য গোটা মাসজুড়ে এই অফার পাওয়া যাবে। গাড়ির যে পুরনো স্টক রয়েছে তার উপর এই ছাড় পাওয়া যাবে। হোন্ডার অন্যান্য গাড়িতেও একই অফার রয়েছে। যেমন Honda City-তে পাবেন ১.০৭ লক্ষ টাকা পর্যন্ত অফার। City eHEV মডেলে রয়েছে ৬৫,০০০ টাকা ক্যাশ ডিসকাউন্ট। কোম্পানির নতুন SUV গাড়ি Honda Elevate এর উপর পাওয়া যাবে ৮৫,০০০ টাকা ছাড়।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত এই সমস্ত অফারের সুবিধা নেওয়া যাবে। ১ জানুয়ারি, ২০২৫ থেকে আবার পুরনো দাম প্রযোজ্য হবে। ভারতে হোন্ডার বর্তমান পোর্টফোলিওতে তিনটি মডেল রয়েছে: Amaze, City এবং Elevate৷ নতুন Amaze লঞ্চ হওয়ার ফলে, বিক্রি বাড়াবে বলে আশা করছে কোম্পানি।

তিনটি নতুন গাড়ি আনছে হোন্ডা

হোন্ডার সিনিয়র ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে, যে ২০২৭ অর্থবর্ষের মধ্যে, ব্র্যান্ডটি SUV সেগমেন্টে ভারতে তিনটি নতুন গাড়ি লঞ্চ করবে। এগুলি হাইব্রিড এবং ইলেকট্রিক পাওয়ারট্রেন বৈশিষ্ট্যযুক্ত গাড়ি হতে চলেছে। এর মধ্যে প্রথম গাড়িটি এলিভেটের উপর ভিত্তি করে তৈরি একটি ইলেকট্রিক SUV হবে বলে জানিয়েছে হোন্ডা।

Show Full Article
Next Story