Hindustan Petroleum এর সাথে জোট বেঁধে জাপানের বাইরে প্রথমবার ভারতে এই পরিষেবা চালু করল Honda

একথা সর্বজনবিদিত, বৈদ্যুতিক চার্জিং ও ব্যাটারি সোয়াপিং পরিকাঠামোর পর্যাপ্ত উন্নয়ন না ঘটালে, ভারতে গণহারে ইলেকট্রিক...
SUMAN 10 Aug 2022 7:48 PM IST

একথা সর্বজনবিদিত, বৈদ্যুতিক চার্জিং ও ব্যাটারি সোয়াপিং পরিকাঠামোর পর্যাপ্ত উন্নয়ন না ঘটালে, ভারতে গণহারে ইলেকট্রিক যানবাহন ব্যবহারের দৃশ্য দেখা সম্ভব নয়। নিজেদের বিক্রি বাড়াতে তাই একাধিক বৈদ্যুতিক যানবাহনের সংস্থা গাড়ি তৈরির পাশাপাশি চার্জিং স্টেশনের সংখ্যা বাড়ানোতে হাত লাগিয়েছে। যেমন ভারতের অন্যতম গাড়ি ব্র্যান্ড হোন্ডা (Honda)। এ বছরের প্রারম্ভে তারা তাদের শাখা হোন্ডা পাওয়ার প্যাক এনার্জি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এইচইআইডি (HEID)-র সাথে দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম বা এইচপিসিএল (Hindustan Petroleum)-এর হাত মেলানোর কথা ঘোষণা করেছিল। উদ্দেশ্য এ দেশে ব্যাটারি সোয়াপিং বা অদল-বদল পরিষেবার উন্নয়নসাধন। এবারে বেঙ্গালুরুতে এইচপিসিএল-এর রিটেল আউটলেটে প্রথম সোয়াপিং পরিষেবা চালুর কথা ঘোষণা করল এইচইআইডি। যা গত ৬ আগস্ট থেকে শুরু হয়েছে।

প্রসঙ্গত এইচইআইডি ভারতে গত বছর নভেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল। তারা জানিয়েছে প্রাথমিক পর্যায়ে বাঙ্গালুরু থেকে তাদের এই যাত্রা আরম্ভ হলেও, অদূর ভবিষ্যতে সমগ্র দেশেই ব্যাটারি শেয়ারিং স্টেশন গড়ে তুলবে তারা। এদের এক ও অদ্বিতীয় উদ্দেশ্য ছিল ভারতে ইলেকট্রিক অটোরিকশার জন্য ব্যাটারি সোয়াপ পরিষেবার সম্প্রসারণ। যার ফলে ইলেকট্রিক রিক্সা মালিকরা হোন্ডার ব্যাটারি সোয়াপিং স্টেশন থেকে তাদের চার্জ ফুরিয়ে যাওয়া ব্যাটারি বদলে ফুল চার্জড ব্যাটারি নিয়ে যেতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, সোয়াপিং পরিষেবার জন্য বৈদ্যুতিক গাড়ির দাম হ্রাস হবে। এই প্রসঙ্গে হোন্ডা পাওয়ার প্যাক এনার্জি ইন্ডিয়ার সভাপতি এবং সিএমডি কিয়োশি ইতো বলেন, “এইচইআইডি তিনটি বিষয়ের উপর নজর দেবে – বেঙ্গালুরুতে ব্যাটারি সোয়াপ নেটওয়ার্কের সম্প্রসারণ, প্রতিটি অনন্য ব্যাটারির এবং এক্সচেঞ্জারের নিরীক্ষণের সাথে নির্ভরযোগ্য পরিষেবা নিশ্চিত করা এবং হোন্ডা মোবাইল পাওয়ার প্যাক ই ব্যবহার করে এমন বৈদ্যুতিক যানবাহন নির্মাতাদের সমর্থন করা।”

প্রসঙ্গত, এইচইআইডি ও এইচপিসিএল ২০২২-এর ফেব্রুয়ারিতে বাণিজ্যিক চুক্তির জন্য মৌ স্বাক্ষর করে। উভয় সংস্থার লক্ষ্য ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি। এইচইআইডি ইতিমধ্যেই বেঙ্গালুরুতে তাদের রিটেইল আউটলেটে ব্যাটারি এক্সচেঞ্জার (হোন্ডা পাওয়ার প্যাক এক্সচেঞ্জার ই) বসিয়েছে। যেখান থেকে ইলেকট্রিক অটোরিক্সাতে পরিষেবা প্রদানের কাজও শুরু হয়ে গিয়েছে। হোন্ডা জানিয়েছে, ২০২৩-এর মধ্যে বেঙ্গালুরুতে তারা ৭০টি এমন স্টেশন তৈরির পরিকল্পনা করেছে। এগুলি থেকে সাড়া মিললে তারা ভারতের প্রধান শহরগুলিতে ভবিষ্যতে ব্যাটারি বদলের কেন্দ্র নির্মাণ করবে। বস্তুত, জাপানের পর এই প্রথম অন্য কোনও দেশে এই উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

Show Full Article
Next Story