গাড়ির জগতে বিপ্লব! টেসলাকে টেক্কা দিতে মিশে গেল হোন্ডা ও নিসান, দেশে কী প্রভাব পড়বে?
জল্পনার অবসান ঘটিয়ে এক হল দুই জাপানি গাড়ি সংস্থা Nissan এবং Honda। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা হিসাবে আবির্ভূত হল এই যৌথ সংস্থা। লক্ষ্য টয়োটা এবং টেসলাকে পরাস্ত করা।
জাপানের দুই জনপ্রিয় গাড়ি সংস্থা Nissan এবং Honda একত্রিত হওয়ার ঘোষণা করল। এই সিদ্ধান্ত যৌথ সংস্থাটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমেকার হিসাবে গড়ে তুলবে। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির পাশাপাশি, ফসিল ফুয়েল চালিত গাড়ির দিকেও মনোনিবেশ করবে নিসান এবং হোন্ডা। লক্ষ্য, টেসলা এবং টয়োটাকে জোরদার টক্কর দেওয়া।
দুই প্রেসিডেন্ট, হোন্ডার তোশিহিরো মাইবে এবং নিসানের মাকোতো উচিদা, সোমবার একটি মৌ বা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। আগস্ট 2026 এর মধ্যে একটি হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠার প্রজেক্ট করা হবে। যা টয়োটা এবং ভক্সওয়াগেনের পরে বাজারে তাদের তৃতীয় বৃহত্তম অটোমেকার হিসাবে অবস্থান করতে পারে।
হোন্ডা বর্তমানে জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। দীর্ঘদিন ধরে ধুকতে থাকা নিসানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল সংস্থাটি। প্রসঙ্গত, 2018 সালে প্রাক্তন চেয়ারম্যান কার্লোস ঘোসনকে জালিয়াতি এবং সংস্থার সম্পদের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করার পর থেকেই টালমাটাল নিসান।
সম্প্রতি বেশ কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে নিসান। নভেম্বর পর্যন্ত ডেটা অনুযায়ী, সংস্থার ভ্যালুয়েশন 10 বিলিয়ন ডলার। সম্প্রতি 9000 কর্মীকে ছাঁটাই করেছে নিসান। এছাড়া বিশ্বব্যাপী কর্মশক্তির 6 শতাংশ এবং উৎপাদনের 20 শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সর্বশেষ ত্রৈমাসিকে 60 মিলিয়ন ডলার লোকসান হয়েছে নিসানের।
এই পরিস্থিতিতে একত্রিত হওয়ার সিদ্ধান্ত একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে গাড়ি বাজার। উল্লেখ্য, এই একত্রিত হওয়ার সিদ্ধান্তে অন্তর্ভুক্ত থাকবে মিতসুবিশি মোটরসও। তিন সংস্থার বাজার মূল্য এখন 50 বিলিয়ন ডলারের বেশি। সূত্রের খবর, যে নতুন ম্যানেজমেন্ট তৈরি হবে তা নেতৃত্ব দেবে হোন্ডা।
জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি ছাড়াও, আগামী প্রজন্মের ইলেকট্রিক গাড়িতেও মনোনিবেশ করবে তিন সংস্থা। গাড়ির ব্যাটারির জন্য যৌথ উদ্যোগে রিসার্চ সেন্টার তৈরি করা হবে। বাজারে আনা হবে অটোনামাস ড্রাইভিং সফটওয়্যার। এই প্রযুক্তি চালিত 80 লাখ গাড়ি বাজারে হাজির করার লক্ষ্য নিয়েছে হোন্ডা ও নিসান।
জল্পনার অবসান ঘটিয়ে এক হল দুই জাপানি গাড়ি সংস্থা Nissan এবং Honda। বিশ্বের তৃতীয় বৃহত্তম গাড়ি সংস্থা হিসাবে আবির্ভূত হল এই যৌথ সংস্থা। লক্ষ্য টয়োটা এবং টেসলাকে পরাস্ত করা।