Honda Beat: অ্যাক্টিভার থেকে বেশি মাইলেজ, বাজার মাতাতে বড় চাকার স্কুটার আনছে হোন্ডা

Honda খুব সম্প্রতি আর্ন্তজাতিক বাজারে বিক্রিত NX125 স্কুটারটির পেটেন্টের জন্য ভারতে আবেদন করেছিল। জাপানি সংস্থাটি এবার...
SUMAN 25 Sept 2024 8:10 AM IST

Honda খুব সম্প্রতি আর্ন্তজাতিক বাজারে বিক্রিত NX125 স্কুটারটির পেটেন্টের জন্য ভারতে আবেদন করেছিল। জাপানি সংস্থাটি এবার Beat নামে আরও একটি স্কুটার পেটেন্ট করেছে এদেশে। Honda Beat মডেলটির অন্যতম আকর্ষণ হল বড় চাকা। এতে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

হোন্ডা বিটের অভ্যন্তরে ১০৯.৫ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা ৭,৫০০ আরপিএমে ৯ হর্সপাওয়ার এবং ৬,০০০ আরপিএমে ৯.২ এনএম টর্ক উৎপন্ন করে। শুনলে অবাক হবেন এই ইঞ্জিনের বোর এবং স্ট্রোক বিপুল জনপ্রিয় অ্যাক্টিভার সঙ্গে মিলে যায়। পাওয়ার ও মাইলেজও বেশি। ১ লিটার পেট্রলে হোন্ডা বিট ৫৮.২ কিলোমিটার ছুটতে সক্ষম।

Honda Beat-এর সামনে এবং পিছনে সাসপেনশনের জন্য টেলিস্কোপিক ফর্ক ও মনোশক ইউনিট বর্তমান। ভারতে বিক্রিত অন্যান্য স্কুটারগুলির তুলনায় এটির সাসপেনশন সেটআপ অনেকটা লম্বা। ফ্রন্টে রয়েছে ডিস্ক ব্রেক। যারা বাইক চালিয়ে অভ্যস্ত, ১৪ ইঞ্চি চাকা রাস্তায় স্টেবিলিটি দেবে।

Honda Beat ফিচার সমৃদ্ধ স্কুটার বলা চলে। এতে কীলেস ইগনিশন (টপ ভ্যারিয়েন্টে উপলব্ধ), অ্যান্টি থেফ্ট এলার্ম, ইউএসবি চার্জিং পোর্ট, এলইডি হেডলাইট এবং কম্বি ব্রেকিং সিস্টেম আছে। স্কুটারটির সিটের উচ্চতা ২৪১ কিমি ও ভ্যারিয়েন্ট অনুযায়ী ওজন ৮৭/৮৮ কেজি। হোন্ডা এই স্কুটারটি ভারতে কবে লঞ্চ করবে তা এখনও জানায়নি।

Show Full Article
Next Story