চাবি হাতে পেতে আর ক'দিনের অপেক্ষা, Honda CB300F কারখানা থেকে বেরিয়ে ডিলারশিপের পথে

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Honda CB300F। এই স্ট্রিটফাইটার মোটরসাইকেলটি আজ ডিলারদের কাছে ডিসপ্যাচ করার ঘোষণা করেছে হোন্ডা।...
techgup 23 Aug 2022 9:14 AM IST

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Honda CB300F। এই স্ট্রিটফাইটার মোটরসাইকেলটি আজ ডিলারদের কাছে ডিসপ্যাচ করার ঘোষণা করেছে হোন্ডা। গুজরাতের বিথলাপুরে সংস্থার চতুর্থ কারখানায় বাইকটির উৎপাদন চলছে। সেখান থেকেই দেশজুড়ে সমস্ত ডিলারশিপে Honda CB300F মডেলটি পাঠানো হবে। কারখানাটিতে একটি স্পেশ্যাল লাইনে নির্মিত হচ্ছে এটি। যা মিড-সাইজ মোটরসাইকেলের জন্য বরাদ্দ।

Honda CB300F দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হবে। লঞ্চের দিনই শুরু হয়েছে বুকিং‌। কোম্পানির অনুমোদিত যে কোনও ডিলারশিপ বা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করার সুবিধা উপলব্ধ। প্রসঙ্গত, এটি ভালতে হোন্ডার ৩০০-৫০০ সিসি পোর্টফোলিওতে চতুর্থ মডেল। ডিলাক্স ও ডিলাক্স প্রো ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বাইকটি।

Honda CB300F এর ডিলাক্স সংস্করণটির দাম শুরু হচ্ছে ২.২৬ লাখ (এক্স শোরুম) থেকে। অন্য দিকে, এর ব্লুটুথ যুক্ত টপ ভ্যারিয়েন্ট ডিলাক্স প্রো এর মূল্য ২.২৯ লাখ (এক্স শোরুম) টাকা রাখা হয়েছে। এতে ২৯৩ সিসি অয়েল কুল্ড ইঞ্জিন রয়েছে৷ যা ৭৫০০ আরবিএম গতিতে সর্বোচ্চ ২৪.১ বিএইচপি ক্ষমতা ও ৫৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ২৫.৬ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। সাথে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ-সহ ৬ স্পিড গিয়ারবক্স।

হোন্ডা সিবি৩০০এফ এর সামনে ইউএসডি ফর্ক ও পিছনে ৫ স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন বর্তমান। সামনে ২৭৬ মিমি ও পিছনে ২২০ মিমি ডিস্ক ব্রেক আছে। চাকা স্কিড করা এড়াতে ডুয়েল চ্যানেল এবিএস ছে। দু'দিকে ১৭ ইঞ্চির টিউবলেস টায়ারে ভর করে দৌড়বে হোন্ডা সিবি৩০০এফ। বাইকটি কনসোল সম্পুর্ণ ডিজিটাল‌। ভয়েস কন্ট্রোল সাপোর্টও দিয়েছে হোন্ডা। আবার হোন্ডার নিজস্ব সিলেক্টেবল টর্ক কন্ট্রোল সিস্টেম সহযোগে এসেছে মোটরসাইকেলটি।

Show Full Article
Next Story