Honda: নতুন বছরে স্পেশাল অফার, গাড়িতে 1 লাখ টাকা ডিসকাউন্ট দিচ্ছে হোন্ডা

নতুন বছরের শুরু থেকেই গাড়ির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। অনেকেই গাড়ি কেনার সিদ্ধান্তকে আপাতত পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে…

নতুন বছরের শুরু থেকেই গাড়ির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে ক্রেতাদের। অনেকেই গাড়ি কেনার সিদ্ধান্তকে আপাতত পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো জাপানি গাড়ি নির্মাতা হোন্ডার (Honda) কয়েকটি ডিলারশিপ। নিউ ইয়ার অফার হিসাবে নির্দিষ্ট কিছু শোরুমে হোন্ডার সেডানে আকর্ষণীয় ডিসকাউন্ট মিলছে। যদিও গত বছরেই লঞ্চ হওয়া Elevate এসইউভি-কে অফারের বাইরেই রাখা হয়েছে।

নগদে ছাড় থেকে শুরু করে কর্পোরেট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার এবং লয়ালিটি বোনাস এই অফারের অন্তর্গত। ডিলারদের কাছে থাকা স্টক শেষ না হওয়া পর্যন্ত অফারের সুবিধা নেওয়া যাবে। গাড়ি কেনার প্ল্যান করলে এই সংক্রান্ত তথ্য বিশদে জানার জন্য নিকটবর্তী হোন্ডার অথরাইজড ডিলারশিপে যোগাযোগ করার পরামর্শ রইল আমাদের তরফে।

Honda City e:HEV: সর্বোচ্চ ১ লাখ টাকা ছাড়

চলতি মাসে Honda City e:HEV 2024 ভার্সনে কোনো ধরনের ডিসকাউন্ট চালু না থাকলেও, ২০২৩ মডেলের উপরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্রাহকরা। সরাসরি নগদেই ছাড় রয়েছে এতে। তার বাইরে অতিরিক্ত কোনো অফার দেওয়া হয়নি। হোন্ডার জনপ্রিয় সেডান City এর পঞ্চম প্রজন্মের উপর তৈরি স্ট্রং হাইব্রিড মডেল হল Honda City e:HEV। এতে একই ফোর সিলিন্ডার ১৪৯৮ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সঙ্গে দুটি ইলেকট্রিক মোটর এবং e-CVT গিয়ারবক্স সংযুক্ত। দাম মোটামুটি ভাবে ১৮.৮৯ লাখ থেকে ২০.৩৯ লাখ টাকার মধ্যে।

Honda City: ৮৮,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট

২০২৪ সালের জানুয়ারিতে ডিলারদের পক্ষ থেকে Honda City-তে মোট ৮৮,৬০০ টাকার বেনিফিট দেওয়া হচ্ছে। যার মধ্যে ৪০,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড়, ৪০০০ টাকার লয়ালিটি বোনাস এবং এক্সচেঞ্জ বোনাস থাকছে সর্বোচ্চ ৬০০০ টাকা পর্যন্ত। পাশাপাশি সংস্থার তালিকাভুক্ত বিভিন্ন কর্পোরেট সংস্থার কর্মীদের জন্য ২৫,০০০ টাকার স্পেশাল কর্পোরেট বেনিফিট মিলবে। এখানেই শেষ নয়। VX এবং ZX ভ্যারিয়েন্ট দুটির উপর ১৩,৬০০ টাকা মূল্যের অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০২৩ এবং ২০২৪ দুটি মডেলের ক্ষেত্রেই এই সমস্ত অফার প্রযোজ্য।

Honda Amaze: ৭২,০০০ টাকা ছাড়

Honda Amaze এর ২০২৩ ও ২০২৪ মডেলের কিছু ট্রিমে চলতি মাসে ৭২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার দেওয়া হচ্ছে। কম্প্যাক্ট সেডানটির দাম ৭.১০ লাখ টাকা থেকে ৯.৮৬ লাখ টাকা পর্যন্ত। S ভ্যারিয়েন্ট কিনলে বেশ কিছু বেনিফিট পাবেন গ্রাহকরা। যেমন ৪৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, ৪০০০ টাকার লয়ালিটি বোনাস এবং ২৩,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট বেনিফিট। অন্যদিকে Honda Amaze এর E ও VX ট্রিমের উপর সর্বোচ্চ ছাড়ের অঙ্ক যথাক্রমে ৫২,০০০ টাকা ও ৬২,০০০ টাকা।