Honda CGX 150: দেখতে হট! বাজার গরম করতে আসছে হোন্ডার নতুন 150 সিসি বাইক

অভিনব দেখতে একটি মোটরসাইকেল নিয়ে শীঘ্রই হাজির হতে চলেছে হোন্ডা। সংস্থার আপকামিং মডেলটির নাম Honda CGX 150। এটি একটি ছোট...
SUMAN 16 Aug 2024 11:53 AM IST

অভিনব দেখতে একটি মোটরসাইকেল নিয়ে শীঘ্রই হাজির হতে চলেছে হোন্ডা। সংস্থার আপকামিং মডেলটির নাম Honda CGX 150। এটি একটি ছোট ক্যাফে রেসার বাইক, যা আগামী মাসের মধ্যে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই অনলাইনে ছড়িয়ে পড়েছে টু-হুইলারটির ছবি। প্রথমে হোন্ডার চীনা শাখার হাত ধরে বাজারে প্রবেশ ঘটবে বাইকটির। তারপরে লঞ্চ হবে অন্যান্য দেশে। চলুন দেখে নিই, এতে কেমন স্পেসিফিকেশন ও ফিচার্স থাকছে।

শোনা যাচ্ছে, Honda CGX 150 তিনটি ভ্যারিয়েন্টে আসবে - একটি ক্যাফে রেসার ও ভিন্ন স্টাইলিং সহ দু'টি রোডস্টার। ক্যাফে রেসার ট্রিমে বার-এন্ড মিরর, লাল রঙের ফ্রেম, লাল সিট, পিলিয়ন সিটের জায়গায় কাউল, ও সাদার সঙ্গে নীলের কম্বিনেশন থাকবে। অন্য ট্রিমগুলিতে প্রথাগত স্পোক হুইল থাকলেও এটি ক্রস স্পোক যুক্ত চাকা পেয়েছে।

অন্যদিকে, রোডস্টার ভ্যারিয়েন্ট দু'টি দেখতে আরও সাধারণ। এতে ট্রাডিশনাল মিরর, ফ্ল্যাট ও লম্বা সিট, সিঙ্গেল টোন পেইন্ট স্কিম, ও রেগুলার স্পোক হুইল রয়েছে। দেখতে আলাদা, কিন্তু Honda CGX 150-এর প্রতিটি ট্রিমে ১৪৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থাকবে, যা ১২ বিএইপি ক্ষমতা উৎপন্ন করবে। টপ স্পিড হবে ঘন্টায় ৯৮ কিলোমিটার।

মোটরসাইকেলটির হার্ডওয়্যারের মধ্যে রয়েছে ১৭ ইঞ্চি চাকা, টেলিস্কোপিক ফর্ক, ডুয়াল স্প্রিং সাসপেনশন, সিঙ্গেল ডিস্ক ব্রেক, ও সিঙ্গেল চ্যানেল এবিএস। ১৫০ সিসি মোটরসাইকেল হওয়া সত্ত্বেও এটির ওজন বেশ হালকা (১২৮ কেজি)। Honda CGX 150 খাতায় কলমে সুন্দর হলেও ভারতে আসবে কিনা, তা বলা যাচ্ছে না। কারণ ক্যাফে রেসার বাইকের চাহিদা দেশে নেই বললেই চলে।

Show Full Article
Next Story