Car Discount: পুজোর আগে 73,000 টাকা সস্তায় নতুন গাড়ি, দারুণ সুযোগ আনল সংস্থা
পুজোর আগে বিক্রি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন রকম সুযোগ-সুবিধার ডালি সাজিয়ে হাজির হল হোন্ডা (Honda)। জানা গিয়েছে, জাপানি...পুজোর আগে বিক্রি বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন রকম সুযোগ-সুবিধার ডালি সাজিয়ে হাজির হল হোন্ডা (Honda)। জানা গিয়েছে, জাপানি সংস্থার পঞ্চম প্রজন্মের সেডান City-তে সর্বোচ্চ ৭৩,০০০ টাকার বেনিফিট চলছে। যার মধ্যে রয়েছে ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট বা ১০,৯৪৬ টাকা পর্যন্ত বিনামূল্যে বিভিন্ন অ্যাক্সেসরিজ। কাস্টমার লয়ালিটি বোনাস হিসেবে পাওয়া যাবে ৫,০০০ টাকা। আবার যদি হোন্ডার কোন গাড়ি এক্সচেঞ্জ করান, সেক্ষেত্রে ২০,০০০ টাকার বোনাস মিলবে।
Honda City-তে ৭৩,০০০ টাকার অফার চলছে
আবার কর্পোরেট ও স্পেশ্যাল ডিসকাউন্ট হিসেবে ফিফথ জেনারেশন হোন্ডা সিটি সেডানে পাওয়া যাবে যথাক্রমে ৮,০০০ টাকা এবং ২০,০০০ টাকার ডিসকাউন্ট। এছাড়াও কার এক্সচেঞ্জ বোনাস হিসাবে ১০,০০০ টাকার ছাড় মিলবে। তবে এই সুযোগ-সুবিধা অঞ্চল ও ডিলারশিপ ভেদে ভিন্ন হতে পারে। তাই গাড়ি কেনার আগে নিকটবর্তী শোরুমে ছাড়ের বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়ার বার্তা রইল আমাদের তরফে।
প্রসঙ্গত, Honda City 5th Gen-এর এখন দাম ১১.৫৭ লক্ষ টাকা থেকে শুরু করে ১৬.০৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। গাড়িটির চারটি ভ্যারিয়েন্ট বাজারে উপলব্ধ – SV, V, VX ও ZX। পঞ্চম প্রজন্মের সিটি-র প্রতিপক্ষ হিসেবে রয়েছে – Hyundai Verna, Maruti Suzuki Ciaz, Volkswagen Virtus ও Skoda Slavia।
Honda City ছয়টি মোনো-টোন কালার অপশনে বেছে নেওয়া যায় – লুনার সিলভার মেটালিক, রেডিয়ান্ট রেড মেটালিক, মিটিওরয়েড গ্রে মেটালিক, গোল্ডেন ব্রাউন মেটালিক, ওবসিডিয়ান ব্লু পার্ল এবং প্ল্যাটিনাম হোয়াইট পার্ল। গাড়িটির ১.৫ লিটার ফোর সিলিন্ডার পেট্রল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১১৯ বিএইচপি এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হয়। গাড়িটি সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। মাইলেজ যথাক্রমে ১৭.৮ কিলোমিটার ও ১৮.৪ কিলোমিটার।