Honda City Hybrid: পেট্রল ও ইলেকট্রিক দুইয়েই চলবে, ভারতে হাইব্রিড গাড়ি আনল হন্ডা, মাইলেজ ২৬ কিমির বেশি!
আজভারতে প্রিমিয়াম হাইব্রিড সেডান গাড়ি উন্মোচন করল হন্ডা (Honda)। সাবেকি জ্বালানির পাশাপাশি বিদ্যুতেও চলতে পারদর্শী...আজভারতে প্রিমিয়াম হাইব্রিড সেডান গাড়ি উন্মোচন করল হন্ডা (Honda)। সাবেকি জ্বালানির পাশাপাশি বিদ্যুতেও চলতে পারদর্শী হন্ডা সিটি ই:এইচইভি (Honda City E:HEV)। মে মাস থেকে কেনা যাবে গাড়িটি। এটি দু'টি ভেরিয়েন্টে হাজির হয়েছে - V ও ZX। বাজারে Hyundai Verna, Maruti Suzuki Ciaz, Skoda Slavia ও Volkswagen Virtus গাড়িগুলির সাথে জোরদার টক্কর নেবে Honda City Hybrid। আসুন তবে হাইব্রিড গাড়িটির বৈশিষ্ট্য সহ অন্যান্য খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
হন্ডা সিটি ই:এইচইভি ফিচার্স (Honda City E:HEV Features)
Honda City E:HEV ZX ট্রিমটি হন্ডা সেন্সিং টেক সহ এসেছে, যার মধ্যে রয়েছে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা ADAS, যা গাড়ি চালানোর সময় চালককে ড্রাইভিংয়ে সহায়তা করবে। হঠাৎ চোখ লেগে এলে বিপদের ঝক্কি থেকে বাঁচাবে এই ব্যবস্থাপনাটি। গাড়িটির অন্যান্য ফিচারের মধ্যে উপস্থিত ক্রুজ কন্ট্রোল, লেন কিপিং অ্যাসিস্ট সিস্টেম (LKAS), রোড ডিপারচার মিটিগেশন সিস্টেম (RDMS), কলিশন মিটিগেশন ব্রেকিং সিস্টেম (CMBS) এবং অটো হাই বিম। স্মার্টওয়াচ এবং স্মার্টফোনের সাথে ৩৭ হন্ডা কানেক্টের মাধ্যমিক সংযুক্ত করা যাবে গাড়িটি। এতে Alexa ও OK Google ভয়েস কমান্ডিংয়ের ফিচার উপস্থিত।
এছাড়াও এতে হাইব্রিড/সেন্সিং গ্রাফিক্স সহ ৭ ইঞ্চি কালার টিএফটি মিটার, রিমোট ইউজিং স্টার্ট এবং ওয়ান টাচ ইলেকট্রিক সানরুফ আছে। আবার নিরাপত্তাজনিত বৈশিষ্ট্যের মধ্যে উপস্থিত ইলেকট্রিক পার্কিং ব্রেক, অটো ব্রিক হোল্ড, লেনওয়াচ, অল ৪ হুইল ডিস্ক ড্রাইভ এবং ৬টি এয়ারব্যাগ। সুরক্ষার পরীক্ষায় ASEAN NCAP-র থেকে গাড়িটি পাঁচ তারার মানপত্র পেয়েছে।
হন্ডা সিটি ই:এইচইভি ইঞ্জিন, মাইলেজ ও দাম (Honda City E:HEV Engine, Mileage & Price)
Honda City E:HEV ১.৫ লিটার, ৪ সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড অ্যাটকিনসন পেট্রল ইঞ্জিনের সাথে দু'টি ইলেকট্রিক মোটর দ্বারা চালিত। পেট্রল ইঞ্জিন থেকে উৎপন্ন হবে ৯৮ বিএইচপি এবং ১২৭ এনএম টর্ক৷ আর ইলেকট্রিক মোটরটি থেকে ১০৯ বিএইচপি এবং ২৫৩ এনএম আউটপুট পাওয়া যাবে। একটি মোটর ইলেকট্রিক জেনারেটর হিসেবে কাজ করবে এবং জ্বালানি সাশ্রয় করতে ও দূষণ কমাতে সাহায্য করবে। অন্যটি প্রোপালশন মোটর হিসেবে কাজ করবে।
লিটারে হন্ডা সিটি হাইব্রিড ২৬.৫ কিমির দুর্দান্ত মাইলেজ দেবে। ফলে ভারতের অন্যতম সর্বাধিক জ্বালানি সাশ্রয়কারী গাড়িগ। এতে রয়েছে তিনটি ড্রাইভিং মোড - ইঞ্জিন ড্রাইভ (কেবল পেট্রলে চলবে), ইভি ড্রাইভ (কেবল ইলেকট্রিকে চলবে) এবং হাইব্রিড ড্রাইভ (পেট্রল এবং ইলেকট্রিক দুইয়েই চলবে)। ইভি মোডে চলার সময় মোটর থেকে কোনো আওয়াজ উৎপন্ন হবে না। Honda City E:HEV-র দাম ২২-২৫ লক্ষ টাকার মধ্যে রাখা হবে বলে অনুমান (এক্স-শোরুম)।