Honda Dax 125: অদ্ভুত দেখতে বাইক নিয়ে এল হোন্ডা, চেহারায় ছোট কিন্তু কাজে বিশাল
মিনি মোটরসাইকেল তৈরির ক্ষেত্রে হোন্ডা সিদ্ধহস্ত। তাদের পোর্টফোলিওতে এই জাতীয় অন্যতম মডেল হচ্ছে Honda Dax 125। এবারে এই...মিনি মোটরসাইকেল তৈরির ক্ষেত্রে হোন্ডা সিদ্ধহস্ত। তাদের পোর্টফোলিওতে এই জাতীয় অন্যতম মডেল হচ্ছে Honda Dax 125। এবারে এই বাইকের নয়া সংস্করণ নিয়ে হাজির হল সংস্থা। নয়া ভার্সনে নতুন পেইন্ট স্কিম ও একগুচ্ছ ফিচার্স দেওয়া হয়েছে। ফলে 2024 Honda Dax 125-এ প্রতি আরও বেশি সংখ্যক ক্রেতা আকৃষ্ট হবেন বলেই আশাবাদী কোম্পানি।
2024 Honda Dax 125 আত্মপ্রকাশ করল
নতুন প্রজন্মের Honda Dax 125-এর আগাগোড়া ব্ল্যাক কালার স্কিমে শোভিত হয়েছে। এর আগে এমনটা দেখা যায়নি। এই মিনি মোটরসাইকেলে কুল লুক দিতেই এই রঙ করা হয়েছে। এর সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজ সহ রাইডারদের এই বাইক কেনার সুযোগ দিয়েছে হোন্ডা। যার মধ্যে রয়েছে ক্রোম রিয়ার ক্যারিয়ার সমেত সফ্ট স্যাডেল ব্যাগ। আবার ইমমোবিলাইজার ও হিটেড গ্রিপ অপশনাল হিসেবে কেনা যাবে।
জাপানি ব্র্যান্ড তাদের এই মিনি বাইকের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারেও আপডেট দিয়েছে। Honda Dax 125-এ মিলবে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ক্লক ও ইউএসবি সি চার্জিং সকেট। তবে ১২৪ সিসি ইঞ্জিন অপরিবর্তিত। এটি আন্তর্জাতিক বাজারে বিক্রিত Grom, Super Cub ও MSX125 মডেলেও ব্যবহার করা হয়। যা সর্বোচ্চ ৯.৫ বিএইচপি ক্ষমতা উৎপন্ন করে।
হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে Honda Dax 125 একটি স্ট্যাম্প স্টিল ফ্রেমের উপর ভর করে ছুটবে। এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, সামনে ও পেছনে ১২ ইঞ্চি হুইল, এলইডি লাইট এবং দুর্ধর্ষ লুকের এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। প্রসঙ্গত, হোন্ডার এই মিনি বাইক ভারতে আপাতত লঞ্চের কোন সম্ভাবনা নেই বললেই চলে। এদেশে হোন্ডা মিনি বাইক হিসেবে Navi লঞ্চ করেছিল। কিন্তু সেভাবে বাজারে সাড়া জাগাতে পারেনি মডেলটি। তবে এখনও ভারতে তৈরি Navi আমেরিকা সহ আরও অন্যান্য দেশের বাজারে রপ্তানি করে হোন্ডা।
COPYRIGHT 2024
Powered By Blinkcms