নতুন Honda Dio 125 নাকি TVS Ntorq? পারফরম্যান্স ও ফিচার্সে কোন স্কুটার সেরা
হোন্ডা (Honda) সম্প্রতি তাদের নতুন ১২৫ সিসির স্কুটার Dio 125 লঞ্চ করেছে। ভারতে স্কুটারটির দাম ৮৩,৪০০ টাকা (এক্স-শোরুম)...হোন্ডা (Honda) সম্প্রতি তাদের নতুন ১২৫ সিসির স্কুটার Dio 125 লঞ্চ করেছে। ভারতে স্কুটারটির দাম ৮৩,৪০০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। Activa ও Grazia-র পর ভারতে সংসস্থার তৃতীয় ১২৫ সিসির মডেল এটি। দেশের বাজারে Honda Dio 125-এর মূল প্রতিপক্ষ হিসেবে রয়েছে TVS Ntorq 125। তাহলে স্কুটার দু'টির মধ্যে কে সেরা? চলুন তুলনামুলক আলোচনার মাধ্যমে তা জেনে নেওয়া যাক।
Honda Dio 125 vs TVS Ntorq 125 : ইঞ্জিন স্পেসিফিকেশন
Dio 125-এ শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৮.১৬ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। অন্যদিকে Ntorq 125-এ রয়েছে ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার মোটর। স্কুটারটি দু’ধরনের ইঞ্জিনের টিউনে বেছে নেওয়া যায়। স্ট্যান্ডার্ড মডেল থেকে ৯.২৫ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্ক আউটপুট মেলে। যেখানে Race XP এডিশন থেকে ১০.০৬ বিএইচপি শক্তি এবং ১০.৮ এনএম টর্ক পাওয়া যায়। অর্থাৎ পারফরম্যান্সে এনটর্ক এগিয়ে।
Honda Dio 125 vs TVS Ntorq 125 : ফিচার্স
ফিচারের দিক থেকে কিন্তু Honda Dio 125-কে পেছনে ফেলেছে TVS Ntorq 125। এর রেস এডিশনে রয়েছে এলইডি ডিআরএল, অটোমেটিক হেডল্যাম্প, জিপিএস নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্ট এবং মোবাইল কানেক্টিভিটি। আবার Ntorq-এর টপ-স্পেক XT ট্রিমে আছে ভয়েস অ্যাসিস্ট।
অন্যদিকে, Honda Dio 125 স্মার্ট কি ফিচার সমেত হাজির হয়েছে। যার মাধ্যমে কোনরকম চাবি ছাড়াই লক-আনলক করা যাবে। এছাড়া রয়েছে একটি এসিজি স্টার্টার, যা আইডল স্টার্ট/স্টপ ফাংশনালিটি সমর্থন করে। উভয় মডেলের সাধারণ বৈশিষ্ট্য হিসেবে ইমমোবিলাইজার এবং লাস্ট পার্ক লোকেশন অ্যাসিস্ট বর্তমান।
Honda Dio 125 vs TVS Ntorq 125 : ভ্যারিয়েন্ট ও দাম
Honda Dio 125 স্কুটারটি স্ট্যান্ডার্ড ও স্মার্ট – দুই ভ্যারিয়েন্টে হাজির হয়েছে। এদের মূল্য যথাক্রমে ৮৬,১৬০ টাকা ও ৯৪,০৬০ টাকা (এক্স-শোরুম)। যেখানে TVS Ntorq 125 ছয়টি ট্রিমে বেছে নেওয়া যায়। দাম ৮৭,০২৩ টাকা থেকে ১,০৮,৩৮০ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।
উপরের আলোচনা থেকে এটি পরিষ্কার যে TVS Ntorq 125 ফিচারের দিক থেকে Honda Dio 125-এর চাইতে অনেকটাই এগিয়ে। আবার পারফরম্যান্সের দিক থেকেও টিভিএস-এর মডেলটি বেশি কার্যকর। কিন্তু হোন্ডার ব্র্যান্ডিং এবং ইঞ্জিন অনেক বেশি ভরসাযোগ্য। সেক্ষেত্রে Dio 125-ও কেনা যেতে পারে।