Honda e.Ny1: এক চার্জে ছুটবে 412 কিমি, দুর্ধর্ষ SUV আনল হোন্ডা, এ দেশে লঞ্চ হবে?

বর্তমানে সমগ্র বিশ্বে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়ার গতি স্তিমিত করতেই এই উদ্যোগ। ফলে ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী কোম্পানিগুলি…

বর্তমানে সমগ্র বিশ্বে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার। জলবায়ু পরিবর্তনের প্রক্রিয়ার গতি স্তিমিত করতেই এই উদ্যোগ। ফলে ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী কোম্পানিগুলি পাল্লা দিয়ে নিজেদের সম্ভার উজাড় করে দিচ্ছে। কিছুদিন অন্তরই নতুন মডেল লঞ্চের খবর শোনাচ্ছে কোন না কোন সংস্থা। এবারে যেমন হোন্ডা (Honda) তাদের একটি ফুল ইলেকট্রিক এসইউভি (SUV) মডেলের উপর থেকে পর্দা সরালো। এটি তাদের দ্বিতীয় সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি। নাম – e.Ny1। জার্মানির অফেনব্যাকে অনুষ্ঠিত ইউরোপিয়ান মিডিয়া ইভেন্টে প্রদর্শিত হয়েছে গাড়িটি।

Honda e.Ny1 আত্মপ্রকাশ করল

জার্মানির বাজারে বিক্রিত হোন্ডার প্রথম ফুল ইলেকট্রিক গাড়ি e city অনন্য ডিজাইনের জন্য বিখ্যাত। এদিকে ভারতের বাজারে বৈদ্যুতিক মডেল লঞ্চের আপাতত কোন পরিকল্পনা নেই জাপানি সংস্থাটির। তারা City e:HEV-র পর এদেশে একটি হাইব্রিড মডেল আনতে পারে। তবে আগামী মাসে ভারতের একটি মাঝারি আকৃতির এসইউভি আনতে চলেছে হোন্ডা।

Honda e.Ny1 একটি বি-সেগমেন্টের গাড়ি হিসেবে আসবে। কারণ বর্তমানে উক্ত সেগমেন্টের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। স্লিম হেড ল্যাম্প এবং টেল ল্যাম্প রয়েছে এতে। গাড়িটিতে হোন্ডার নিজস্ব ঘরানা বজায় রয়েছে। সামনের অংশটি ছোট এবং সাদা রঙের হোন্ডা ব্যাজিং নির্দেশ করছে যে এটি একটি বৈদ্যুতিক মডেল।

Honda e.Ny1 কেমন বৈশিষ্ট্য থাকবে

হোন্ডা বলেছে গাড়িটির কেবিনে জায়গা বাড়াতে এর ইলেকট্রিক ড্রাইভট্রেন কম্পোনেন্টগুলি অতি বুদ্ধিমত্তার সাথে সুসজ্জিত ভাবে রাখা হয়েছে। একাধিক স্টোরেজ অপশনের সাথে এতে উপস্থিত ওয়্যারলেস চার্জিং। গাড়িটি একটি ১৫.১ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেম সমেত হাজির হবে।

e.Ny1 হোন্ডার সদ্য নির্মিত e:N আর্কিটেকচারের উপর ভিত্তি করে এসেছে। এটি একটি ফ্রন্ট-হুইল ড্রাইভ প্ল্যাটফর্ম। যা দৃঢ় বডি স্ট্রাকচার সহ আসবে। এছাড়া থাকবে আন্ডারফ্লো এরোডিনামিক্স। গাড়িটি থেকে সর্বোচ্চ ২০১ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপন্ন হবে। ফুল চার্জে গাড়িটি ৪১২ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি সংস্থার। এতে উপলব্ধ ডিসি ফার্স্ট চার্জিংয়ের মাধ্যমে ১০-৮০% চার্জ ৪৫ মিনিটে হয়ে যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন