এক ঝটকায় 50,000 হাজার টাকা সস্তা হল এই SUV, ছাড় কতদিন চলবে জেনে নিন

বিপুল প্রত্যাশা নিয়ে গত বছরেই Elevate লঞ্চের মাধ্যমে এদেশের অধুনা জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে নিজেদের নাম...
techgup 4 March 2024 11:00 PM IST

বিপুল প্রত্যাশা নিয়ে গত বছরেই Elevate লঞ্চের মাধ্যমে এদেশের অধুনা জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে নিজেদের নাম নথিভুক্ত করেছিল Honda। এবার গাড়িটির উপর আকর্ষণীয় ডিসকাউন্টের খবর সামনে এলো। এই অফার চলবে মাসের শেষ দিন পর্যন্ত। নগদে ছাড়ের এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট রূপেও বেনিফিট নেওয়া যাবে।

ফেব্রুয়ারিতে Honda Elevate গাড়িতে ডিসকাউন্ট

মিড-সাইজ এসইউভি হিসেবে পরিচিত Honda Elevate এর উপর প্রথমবারের জন্য এমন ডিসকাউন্ট অফার চালু হলো। যদিও এই অফার কিছু কিছু ডিলারশিপের তরফেই দেওয়া হচ্ছে বলেই কারওয়ালের রিপোর্টে দাবি করা হয়েছে। ফলে স্থান এবং ডিলারশিপ ভেদে অফারের অংক ভিন্ন হতে পারে। গ্রাহকরা সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত নগদে ছাড় পাবেন। গাড়িটির ভ্যারিয়েন্ট, কালার স্কিম এইসবের উপরেও নির্ভর করে অফারে বদল থাকতে পারে। এই ব্যাপারে বিশদ জিনতে নিকটবর্তী হোন্ডার ডিলারশিপে যোগাযোগ করার জন্য পরামর্শ দিচ্ছি আমরা।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরে ভারতের বাজারে সুনাম অর্জন করা হোন্ডার সেডান, City-তে ব্যবহৃত একই ১.৫ লিটারের i-VTEC পেট্রোল ইঞ্জিনই Honda Elevate মডেলে বর্তমান। ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে ৬ স্পিড ম্যানুয়াল এবং সিভিটি অটোমেটিক অপশন উপলব্ধ থাকছে। ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১২১ পিএস শক্তি এবং ১৪৫ এনএম টর্ক উৎপাদিত হয়। ভারতে দাম শুরু হয়েছে ১১.৫৮ লক্ষ টাকা থেকে ১৬.২০ লক্ষ টাকা পর্যন্ত (এক্স শোরুম)।

ভারতে Honda Elevate-কে টক্কর দেওয়ার মতো নামের সংখ্যাও নেহাত কম নয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল Tata Nexon, Mahindra XUV300, Kia Seltos, Hyundai Creta ইত্যাদি। জানিয়ে রাখি, সম্প্রতি ভারতে তৈরি Honda Elevate দক্ষিণ আফ্রিকায় লঞ্চ হয়েছে।

Show Full Article
Next Story