Honda Elevate: জুনে ছাড়ের বন্যা, জনপ্রিয় গাড়ি 55,000 টাকা ডিসকাউন্টে দিচ্ছে হোন্ডা

হোন্ডা (Honda) ভারতে বিক্রিত তাদের সমস্ত গাড়িতে আকর্ষণীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। যার মধ্যে অন্যতম Honda Elevate...
SUMAN 4 Jun 2024 6:19 PM IST

হোন্ডা (Honda) ভারতে বিক্রিত তাদের সমস্ত গাড়িতে আকর্ষণীয় ডিসকাউন্টের কথা ঘোষণা করল। যার মধ্যে অন্যতম Honda Elevate SUV। এটি গত বছর সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। এসইউভি-টির বিক্রি বাড়াতে এই মাসে ৫৫,০০০ টাকার ছাড় দিচ্ছে সংস্থা। জুন মাস জুড়ে চলবে অফারটি। তবে ভ্যারিয়েন্ট ভেদে ছাড়ের পরিমাণ আলাদা বলে জানিয়েছে হোন্ডা।

Honda Elevate মিলছে 55,000 টাকা ডিসকাউন্টে

জানা গেছে, হোন্ডা এলিভেটের লোয়ার স্পেক V ট্রিম এবং টপ স্পেক ZX ভ্যারিয়েন্টে সর্বোচ্চ ৫৫,০০০ টাকার ছাড় মিলছে। যেখানে SV ও VX ট্রিমে চলছে ৪৫,০০০ টাকার ডিসকাউন্ট। গাড়িটির দাম ১১.৫৮ লাখ টাকা থেকে শুরু, এবং টপ এন্ড ZX ভ্যারিয়েন্টের দাম ১৬.২০ লাখ টাকা (এক্স-শোরুম)।

বাজারে Honda Elevate-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Maruti Suzuki Grand Vitara, Hyundai Creta ও Toyota Urban Cruiser Hyryder। এতে ৭-ইঞ্চি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে, যা ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি সমর্থন করে। সঙ্গে ওয়্যারলেস ফোন চার্জার এবং একটি ৮-স্পিকার প্রিমিয়াম সারাউন্ড সাউন্ড সিস্টেম বর্তমান।

Honda Elevate অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS) অফার করে। যার অধীনে রয়েছে কলিশন মিটিগেশন ব্রেক সিস্টেম, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, ব্রেক অ্যাসিস্ট, ব্রেক ওভাররাইড সিস্টেম ইত্যাদি। গাড়িটির ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১১৯ বিএইচপি ক্ষমতা এবং ১৪৫ এনএম টর্ক উৎপন্ন হয়।

প্রসঙ্গত, Elevate ছাড়া অন্যান্য গাড়িতেও ডিসকাউন্ট অফার করছে হোন্ডা। যেমন Honda City Hybrid -এ সর্বোচ্চ ৬৫,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে, Amaze-এ চলছে ১.০৬ লাখ টাকা ডিসকাউন্ট। আবার এ মাসে Honda City কিনলে পাওয়া যাবে ১.৫১ লাখ টাকার ছাড়।

Show Full Article
Next Story