Activa EV-র আগেই ঠাসা ফিচার্স নিয়ে লঞ্চ হল হোন্ডার প্রথম ইলেকট্রিক স্কুটার Honda EM1 e
হোন্ডা (Honda) ইউরোপের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ইলেকট্রিক মোপেড EM1 e লঞ্চ করল। গত বছর সেপ্টেম্বরে জাপানি...হোন্ডা (Honda) ইউরোপের বাজারে আনুষ্ঠানিকভাবে তাদের প্রথম ইলেকট্রিক মোপেড EM1 e লঞ্চ করল। গত বছর সেপ্টেম্বরে জাপানি সংস্থাটি ২০২৫-এর মধ্যে ইউরোপের বাজারে দশটি নতুন ইলেকট্রিক মডেল লঞ্চের পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছিল। যার প্রথম মডেল হিসেবে এবার আন্তর্জাতিক বাজারে পা রাখলো Honda EM1 e। প্রসঙ্গত, গত বছর মিলানে অনুষ্ঠিত EICMA প্রদর্শনীতে আত্মপ্রকাশ করেছিল ই-মোপেডটি।
Honda EM1 e : ডিজাইন
আকার আকৃতিতে Honda EM1 e একটি ইলেকট্রিক স্কুটারের ন্যায় দেখতে হলেও, কোম্পানি এটিকে মোপেড বলে দাবি করেছে। সে কারণে ইলেকট্রিক মোপেডের আদ্যক্ষর দিয়ে নামের সাথে EM ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে স্মুদ স্টাইলিং সহ ফ্ল্যাট ফ্লোর। আবার টার্ন ইন্ডিকেটর হ্যান্ডেলবারে প্রতিস্থাপিত করা হয়েছে। ফ্রন্ট অ্যাপ্রনে অবস্থিত এলইডি হেডল্যাম্প। বডি ওয়ার্কের সাথে রিয়ার ফুটপেগ সুন্দরভাবে সংযুক্ত। আবার গ্র্যাবরেলটিও বেশ মানানসই।
Honda EM1 e : হার্ডওয়্যার
EM1 e একটি স্টিলের ফ্রেম দ্বারা গঠিত। এতে দেওয়া হয়েছে একটি ৩১ মিমি টেলিস্কোপ ফ্রন্ট ফর্ক এবং টু শক রিয়ার অ্যাবজর্বার। এর স্যাডেল সিটের হাইট ৭৪০ মিমি এবং ব্যাটারি সমেত ওজন ৯৫ কেজি। এতে সিঙ্গেল পিস্টন ক্যালিপার যুক্ত সামনে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। ব্রেকিং সিস্টেমে উপলব্ধ কম্বাইন্ড ব্রেকিং।
Honda EM1 e : ফিচার্স ও মোটর
ফিচার হিসেবে Honda EM1 e-এ দেওয়া হয়েছে একটি ডিজিটাল ডিসপ্লে, ইউএসবি টাইপ এ চার্জিং সাপ্লাই, ৩.৩ লিটার আন্ডার স্যডেল স্টোরেজ, একটি ট্রান্সপোর্ট র্যাক এবং ফোল্ডিং প্যাসেঞ্জার ফুডরেস্ট। এর নতুন ইলেকট্রিক মোটর থেকে ২.৩ এইচপি শক্তি এবং ৯০ এনএম টর্ক উৎপন্ন হবে। হোন্ডা দাবি করেছে তাদের এই বৈদ্যুতিক মোপেডটি ৭৫ কেজি ওজন সহ ১০ ডিগ্রি খাড়া ঢালের রাস্তা পেরোতে সক্ষম।
Honda EM1 e : ব্যাটারি ও চার্জিং টাইম
Honda EM1 e-তে দেওয়া হয়েছে একটি ১.৫ কিলোওয়াট রিমুভেবল আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ওজন প্রায় ১০ কেজি। এটি খুলে বাড়িতে চার্জে দেওয়া যাবে। ECON মোডে সম্পূর্ণ চার্জে মোপেডটি ৪৮ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। ঘন্টা প্রতি সর্বোচ্চ ৪৫ কিলোমিটার গতি তোলা যাবে। বাড়িতে একটি রেগুলার হোম চার্জার দ্বারা সম্পূর্ণ চার্জ করতে ছয় ঘন্টা সময় লাগবে। এটি ভারতে কবে আসবে, তা এখনও জানা যায়নি।