Activa, Dio বিক্রি হচ্ছে হু হু করে, আরও বেশি বাইক-স্কুটার তৈরি করতে চলেছে Honda

চাহিদা অনুযায়ী স্কুটার ও মোটরসাইকেলে জোগান দিতে এদেশে আরও একটি নতুন অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করল হোন্ডা মোটরসাইকেল...
SUMAN 14 Jan 2024 12:23 PM IST

চাহিদা অনুযায়ী স্কুটার ও মোটরসাইকেলে জোগান দিতে এদেশে আরও একটি নতুন অ্যাসেম্বলি লাইন উদ্বোধন করল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। আমেদাবাদ থেকে ৭৯ কিলোমিটার দূরে ভিথালাপুরে সংস্থার কারখানায় নতুন লাইনটি চালু করা হয়েছে। সেখানে তৃতীয় অ্যাসেম্বলি লাইন চালু হওয়ার ফলে বছরে ৬.৫ লাখ অতিরিক্ত টু হুইলার বানানো যাবে। ফলে বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩.২ লাখ থেকে বেড়ে হতে চলেছে ১৯.৭ লাখ।

Honda-র নতুন অ্যাসেম্বলি ইউনিট

নতুন অ্যাসেম্বলি লাইন চালু হওয়ার প্রসঙ্গে সংস্থার সভাপতি, ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও সুতসুমি ওতানি বলেন, “অধিক কার্যকর উপায়ে ক্রেতাদের পরিবেশন করতেই এই পরিকল্পনা। এতে বার্ষিক উৎপাদনের সক্ষমতা তাৎপর্যপূর্ণ হারে বাড়ানো যাবে।” তিনি যোগ করেন, “গুজরাতে হোন্ডার কারখানায় ভারত এবং বিদেশের বাজারে রপ্তানির জন্য স্কুটার তৈরি হয়।”

বর্তমানে ভারতের বেস্ট সেলিং স্কুটি হচ্ছে Honda Activa। এটি ছাড়াও সংস্থার পোর্টফোলিওতে অতি জনপ্রিয় মডেল হিসেবে উপস্থিত – Activa 125 ও Dio 125। এই প্রতিটি মডেলই গুজরাতে ভিথালাপুরের কারখানায় উৎপাদন হয়। এখানে ইঞ্জিন তৈরির জন্য আলাদা বিভাগ রয়েছে, যেখানে ২৫০ বা তার বেশি সিসির ইঞ্জিন তৈরি হয়। যা থাইল্যান্ড, আমেরিকা, ইউরোপ, জাপান সহ অন্যান্য দেশের বাজারে রপ্তানিকৃত টু হুইলারের ব্যবহৃত হয়।

প্রসঙ্গত, Honda NX500 শীঘ্রই ভারতে আসবে বলে শোনা যাচ্ছে। লঞ্চের আগেই কিছু ডিলার ৫০,০০০ টাকার বিনিময়ে অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটির আনঅফিসিয়াল বুকিং নেওয়া শুরু করেছে। Honda CB500X-এর সুযোগ্য উত্তরসূরী হিসেবে আসছে NX500। এটি আগের থেকে আকার আকৃতিতে বড় এবং অনেক বেশি ফিচারসমৃদ্ধ।

Show Full Article
Next Story