Honda ভারতে আনছে CRF 300L, Sahara 300, ও CRF 300 নামে তিনটি নতুন বাইক

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle and Scooter India) শীঘ্রই ভারতের বাজারে তিনটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করবে বলে জল্পনা দানা বেঁধেছে। কারণ সম্প্রতি বেঙ্গালুরুর…

হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (Honda Motorcycle and Scooter India) শীঘ্রই ভারতের বাজারে তিনটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করবে বলে জল্পনা দানা বেঁধেছে। কারণ সম্প্রতি বেঙ্গালুরুর একটা রাইড ইভেন্টে তিনটি মডেল প্রকাশ্যে এনেছিল সংস্থা। সেখানে Honda CRF 300L, Sahara 300 CRF 300 Rally নামে তিনটি নতুন মডেল চালিয়ে পরখ করে দেখার জন্য কয়েকজন অভিজ্ঞ অফ-রোড রাইডারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। রাইডিং কেমন লাগল, তাঁদের থেকে মতামত নেওয়া হয়েছে।

অনুমান করা হচ্ছে, হোন্ডা এবারে ভারতে তাদের লাইনআপ সম্প্রসারণের কাজ চালাচ্ছে। সম্প্রতি এদেশে তারা নিজেদের একাধিক বিগ মোটরসাইকেলের ডিজাইন পেটেন্ট দায়ের করেছে। পাশাপাশি গত বছর Transalp এবং এ বছরের শুরুতে NX500 লঞ্চ করেছে সংস্থা। এবারে ৩০০ সিসির ওই বাইকগুলি লঞ্চ করা হতে পারে। যদিও এগুলি বিদেশ থেকে আমদানি করে বিক্রি করা হবে, নাকি এদেশে যন্ত্রাংশ জুড়ে তৈরি করবে সংস্থা, সে বিষয়ে নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি।

Honda CRF 300L এবং CRF 300 Rally হচ্ছে অফ-রোড মোটরসাইকেল। এগুলিতে রয়েছে ডুয়েল পারপাস টায়ার, পাখির ঠোঁটের মত ফ্রন্ট মাডগার্ড, একটি বেঞ্চ সিট এবং একটি আপসোয়েপ্ট এগজস্ট। আবার রয়েছে হ্যালোজেন হেডল্যাম্প এবং এলসিডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। সাসপেনশনের দায়িত্ব সামলাতে ৪৩ মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক ইউনিট বর্তমান।

Honda CRF 300L, CRF 300 Rally স্পেসিফিকেশন

Honda CRF 300L এবং CRF 300 Rally-তে শক্তির উৎস হিসাবে রয়েছে একটি ২৮৬ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ২৬.৯ বিএইচপি শক্তি এবং ২৬.৬ এনএম টর্ক উৎপন্ন হয়। গিয়ারের জন্য আছে ৬-স্পিড ইউনিট।

Honda Sahara 300 স্পেসিফিকেশন

Honda Sahara 300-তে দেওয়া হয়েছে একটি ২৯৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, SOHC মোটর। ইথানলে এর আউটপুট ২৫.২ বিএইচপি, যেখানে পেট্রোলে উৎপন্ন হবে ২৪.৮ বিএইচপি। উভয় ক্ষেত্রেই উৎপন্ন টর্কের পরিমাণ ২৭ এনএম। ইঞ্জিনকে সঙ্গত দিতে থাকছে ৬-ধাপ গিয়ার।

ভারতের বাজারে এই বাইকগুলি লঞ্চ হলে দাম তিন লক্ষ টাকার কাছাকাছি ধার্য করা হতে পারে। Honda Sahara 300 লঞ্চের পর ভারতীয়দের কাছে বিশেষ জনপ্রিয়তা অর্জন করবে বলেই অনুমান করা হচ্ছে। সংস্থার পোর্টফোলিওতে এটি CB200X ও CB500X-এর মাঝে অবস্থান করবে।