Yamaha-কে টেক্কা দিতে ভারতে দুর্দান্ত ডিজাইনের শক্তিশালী স্কুটার আনছে Honda

দক্ষিণ পূর্ব এশিয়ায় অ্যাগ্রেসিভ এবং শার্প ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয় Honda Vario। আর্ন্তজাতিক বাজারে ১২৫ সিসি ও ১৬০...
techgup 11 Jun 2022 2:59 PM IST

দক্ষিণ পূর্ব এশিয়ায় অ্যাগ্রেসিভ এবং শার্প ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয় Honda Vario। আর্ন্তজাতিক বাজারে ১২৫ সিসি ও ১৬০ সিসি ইঞ্জিন অপশনে উপলব্ধ স্কুটারটি। এবার ভারতে Vario-র সবচেয়ে পাওয়ারফুল মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে হোন্ডা। সম্প্রতি এ দেশে Honda Vario 160-র ডিজাইনের পেটেন্ট দায়ের করা হয়েছে। অনুমান, Yamaha Aerox 155-কে টক্কর দিতে ভারতে ভেরিও আনতে চলেছে হোন্ডা।

Honda Vario 160 স্কুটারে ভারতে বিক্রিত Grazia-র মতো স্পোর্টি ডিজাইন এবং তীক্ষ্ণ বডিওয়ার্ক লক্ষ্য করা যায়। অ্যাগ্রেসিভ এলইডি হেডল্যাম্প এবং শার্প লাইন একে আকর্ষণীয় করে তুলেছে। পারফরম্যান্সের জন্য হোন্ডা ভেরিও ১৬০-এ রয়েছে ১৬০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এর পাওয়ার Yamaha Aerox 155-র সমান হলেও, টর্ক সামান্য বেশি।

Honda Vario 160 স্কুটারের ইঞ্জিন থেকে ১৫ বিএইচপি ক্ষমতা এবং ১৩.৪ এনএম টর্ক পাওয়া যায়। সাসপেনশন ডিউটির জন্য টু-হুইলারটির সামনে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে মনোশক বর্তমান দু'দিকে একটি করে ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ফিচারগুলির মধ্যে ফুল-এলইডি লাইটিং, ইউএসবি চার্জিং, এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার উল্লেখযোগ্য।

প্রসঙ্গত, Vario 160-র পাশাপাশি ADV350 অ্যাডভেঞ্চার স্কুটার এবং U-Go ইলেকট্রিক স্কুটারের ডিজাইনের পেটেন্ট ভারতে দায়ের করেছে হোন্ডা। প্রতিটি মডেলই তাদের সেগমেন্টে অত্যন্ত আকর্ষণীয়৷ পেটেন্ট করার অর্থ এই নয় যে, স্কুটারগুলি এখনই লঞ্চ হবে। তবে ভবিষ্যতে আত্মপ্রকাশ করবে বলে ধরে নেওয়া যায়।

Show Full Article
Next Story