Honda: শীত-গ্রীষ্ম-বর্ষা, হোন্ডাই ভরসা! ভারতে 6 কোটি বাইক ও স্কুটার বিক্রির নজির সংস্থার

দেশের টু-হুইলার মার্কেটে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া'র (Honda Motorcycle & Scooter India) জনপ্রিয়তা নিয়ে...
SUMAN 29 March 2024 12:31 PM IST

দেশের টু-হুইলার মার্কেটে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া'র (Honda Motorcycle & Scooter India) জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বর্তমানে বিক্রির নিরিখে দেশের দ্বিতীয় বৃহত্তম দু'চাকা গাড়ি নির্মাতা হোন্ডার ভরসাযোগ্যতার জোরেই এত বছর ধরে ভারতীয়দের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এবার ভারতে 6 কোটি বাইক ও স্কুটার বিক্রির নজির স্পর্শের কথা ঘোষণা করল তারা। 2024-এর ফেব্রুয়ারিতে বিপুল চাহিদা এই মাইলফলক স্পর্শ করতে সংস্থাকে সহায়তা করেছে।

ভারতে Honda টু-হুইলারের বিক্রি 6 কোটিতে পৌঁছালো

2024-এর জানুয়ারিতে ভারতে হোন্ডার 2,47,195টি বাইক ও স্কুটার বিক্রি হলেও গত মাসে তা বেড়ে হয়েছে 4,58,711 ইউনিট। উল্লেখ্য, 1999 সালে ভারতে পা রাখে হোন্ডা। 2001 থেকে মানেসারের কারখানায় প্রথম মডেল হিসেবে Activa স্কুটারের উৎপাদন শুরু হয়। বলার অপেক্ষা রাখে না, যার জনপ্রিয়তাই আজ এত শক্ত ভিতের উপর হোন্ডাকে দাঁড় করিয়েছে। আজও Honda Activa দেশের বেস্ট সেলিং স্কুটি।

2002 সাল থেকে ভারতে তৈরি টু হুইলার বিদেশে রপ্তানি করতে শুরু করে হোন্ডা। 2004 সালে লঞ্চ হয় আরও এক কিংবদন্তি মোটরসাইকেল Honda Unicorn। সেসময় এটি ছিল 150 সিসি মডেল। পরবর্তীতে 125 সিসি সেগমেন্টে বাজারে আসে Shine 125। লঞ্চের পর থেকেই ক্রেতাদের মনে দাগ কাটে এই বাইক। গত বছর আবার সস্তায় Shine 100 লঞ্চ করেছে সংস্থা।

2012-তে এক কোটি ক্রেতার পরিবার তৈরি করতে পেরেছিল জাপানি কোম্পানিটি। 2015 ও 2017-তে বেচাকেনার পরিমাণ পৌঁছায় যথাক্রমে 2 কোটি ও 4 কোটিতে। 2021-এ এসে 5 কোটি গ্রাহকের হাতে টু হুইলারের চাবি তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল হোন্ডা। আর 2024-এর মার্চে 6 কোটি বেচাকেনার সাফল্য অর্জন করল।

প্রসঙ্গত তিনটি ভিন্ন আউটলেট থেকে ভারতের টু হুইলার বিক্রি করে হোন্ডা। যথা – Red Wing, BigWing ও BigWing Topline। শেষেরটি থেকে 300-1800 সিসির সম্পূর্ণ প্রিমিয়াম মোটরসাইকেল ক্রেতাদের ডেলিভারি ও সার্ভিস দেওয়া হয়। BigWing-এ পাওয়া যায় 300-500 সিসি মডেলগুলি। এখানে উপলব্ধ মডেলগুলি হচ্ছে – নতুন CB350, H'ness CB350, CB350RS, CB300F, CB300R, NX500, XL750 Transalp, Africa Twin এবং Gold Wing Tour। বাদবাকি টু-হুইলারগুলি Red Wing থেকে বিক্রি করে হোন্ডা।

Show Full Article
Next Story