Honda: দেশজুড়ে হোন্ডার দাপট, বিক্রির নিরিখে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে রেকর্ড

বিক্রির নিরিখে ভারতের দু'চাকা গাড়ির বাজারে হিরো মটোকর্পের (Hero MotoCorp) পরেই রয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার...
SUMAN 26 April 2024 2:26 PM IST

বিক্রির নিরিখে ভারতের দু'চাকা গাড়ির বাজারে হিরো মটোকর্পের (Hero MotoCorp) পরেই রয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া। সংক্ষেপে বললে, এইচএমএসআই (HMSI)। ফলে লক্ষ লক্ষ মানুষ যে জাপানি সংস্থাটির টু-হুইলারৈ ভরসা রাখেন, তা আর বলার অপেক্ষা রাখে না। হোন্ডা এখন জানিয়েছে, পূর্ব ভারতে এখনও পর্যন্ত তাদের মোট ৮০ লক্ষের বেশি বাইক ও স্কুটার বিক্রি হয়েছে। যার মধ্যে পড়ছে বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর-পূর্ব ভারত।

Honda পূর্ব ভারতে 80 লাখ বাইক-স্কুটার বিক্রি করল

বিভিন্ন ধরনের টু হুইলার নানান শ্রেণীর ক্রেতাদের পছন্দ পূরণ করতে পেরেছে বলে জানিয়েছে হোন্ডা। ধীরে ধীরে আরও বেশি সংখ্যক গ্রাহকের ভরসা অর্জন করেছে মডেলগুলি। এক কথায় পারফর্ম্যান্স, স্টাইল এবং উন্নয়নের মান দিয়ে ক্রেতাদের হৃদয় জিতে নিয়েছে। এই প্রসঙ্গে কোম্পানির ডিরেক্টর (সেলস ও মার্কেটিং) যোগেশ মাথুর বলেছেন, “ভারতের পূর্বাঞ্চলে ৮ মিলিয়ন মাইলস্টোন স্পর্শ করতে পারা আমাদের প্রতি ক্রেতাদের ভরসা এবং আত্মবিশ্বাসের সাক্ষ্য বহন করে। আমরা গ্রাহক ও ডিলার পার্টনারদের প্রতি গভীরভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।”

পূর্বাঞ্চলে টু-হুইলারের বাজারে হোন্ডা একাই ২৪.২% মার্কেট শেয়ার নিজের দখলে রেখেছে। আজও SP125 ও Activa দেশের বেস্ট সেলিং ১২৫ সিসির বাইক ও স্কুটার। এই বাইক গত পাঁচ বছরে দ্বিগুনের বেশি নিজের বিক্রি বাড়িয়েছে। পূর্ব ভারতে ১১০০র বেশি টাচ পয়েন্ট থাকায় তাদের বলিষ্ঠ উপস্থিতি রয়েছে। বর্তমানে সংস্থার স্কুটারের পোর্টফোলিও'তে আছে – Activa, Dio, Activa 125 & Dio 125।

মোটরসাইকেলের লাইনআপে উপস্থিত – Shine 100, CD 110 Dream Deluxe, Livo, Shine 125, SP125, Unicorn, SP160, Hornet 2.0 ও CB200X। পাশাপাশি হোন্ডা বিগউইং টপলাইন ও বিগউইং শোরুম থেকে ৩০০-১৮০০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেলের নানান মডেলগুলি বিক্রি করে।

Show Full Article
Next Story